লোকাল ট্রেনের দাবিতে চুঁচুড়ার পর লিলুয়াতে বিক্ষোভ প্রদর্শন করল যাত্রীরা

লোকাল ট্রেনের দাবিতে চুঁচুড়ার পর লিলুয়াতে বিক্ষোভ প্রদর্শন করল যাত্রীরা

নিজস্ব প্রতিবেদন, লকডাউনের পর খুলেছে সকল অফিস। স্বাভাবিক হয়েছে সাধারণ মানুষের জীবন। কিন্তু করোনা আবহে বাসের সংখ্যা কম, যতগুলো বাস চলছে সেখানে যাত্রীদের সংখ্যা খুব বেশি। এরফলে করোনা সংক্রমণের আশঙ্খাও বাড়ছে। তাঁর জেরে স্পেশাল ট্রেনে ওঠার জন্য গতকাল চুঁচুড়ায় রেল অবরোধ করে কিছু যাত্রী। ঠিক সেই ঘটনা আবার পুনরাবৃত্তি হল লিলুয়া স্টেশনে।

এদিন হাওড়া গামী এক লোকাল ট্রেনে পাস ছাড়াই বেশকিছু যাত্রীরা উঠেছিলেন। এই ঘটনা বেশ কিছুদিন ধরেই চলে আসছিল। সেই জন্য চেকিং করতে উঠেছিলেন পুলিশ। তারপর বেশ অনেক অফিস যাত্রীদের ধরা হয় ও তাদের থেকে ফাইন নেওয়া হয়। যার ফলে শুরু হয়ে যায় বিক্ষোভ। পুলিশদের দাবি, যাত্রীরা হামলা চালায় স্টেশনের অফিসে।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিশাল পুলিশবাহিনী ও র়্যাফ নামানো হয়। বেশ কিছুক্ষনের চেষ্টায় কিছুটা হলেও বিক্ষোভ থামানো যায়। প্রশ্ন উঠছে, সবকিছু চালু করে দেওয়ার সত্বেও লোকাল ট্রেন কেন এখনো পর্যন্ত শুরু করা হচ্ছে না। সাধারণ যাত্রীদের দাবি, দূর থেকে তাদের কাজে আসতে প্রচুর সমস্যায় পড়তে হচ্ছে। এই নিয়ে এখনও পর্যন্ত রেলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি।

Leave a Comment