লবি করতে বিদেশী সংস্থা ভাড়া করল পাকিস্তান

পশ্চিমের দেশগুলির সাথে আগের মতন ভালো সম্পর্কে নেই পাকিস্তান। বিশেষত তার পুরনো স্ট্র্যাটেজিক পার্টনার আমেরিকা এখন অনেকটাই ভারত ঘেঁষা।

এখনো পর্যন্ত এফএটিএফ এর ধূসর তালিকাভুক্ত দেশ পাকিস্তান। বিশ্বে যতই দাবি করা হোক কিন্তু সন্ত্রাসবাদে মদত দিতে এখনও এগিয়ে পাকিস্তান। সেই কারণের জন্যই আমেরিকার সাথে সম্পর্ক মজবুত করার জন্য একদল বিশেষজ্ঞ ভাড়া করল ইমরান খান সরকার। মার্কিন বিশেষজ্ঞদের এই সংস্থাটি হিউস্টনে অবস্থিত। সংস্থাটি নাকি ইতিমধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে লবি করা শুরু করেছে, তাদের লক্ষ্য আগামী ২১ থেকে ২৩শে অক্টোবর এফএটিএফ এর ভার্চুয়াল সামিটে পাকিস্তানের হয়ে লবি করা।

গত বছর অক্টোবরে এফএটিএফ এর মিউচুয়াল ইভালুয়েশন রিপোর্টের ওপর ভিত্তি করে সন্ত্রাসবাদ কার্যকলাপে বাধা না দেওয়ার জন্য পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করা হয়। এফএটিএফ এর ৩৯ টি তালিকাভুক্ত দেশের মধ্যে পাকিস্তানের পক্ষে শুধুমাত্র চীন, তুরস্ক এবং মালয়েশিয়া আর সেই কারণেই পাকিস্তানকে কালো তালিকায় ঠেলা যাবে না। তবে ধূসর তালিকা থেকে বেরোনোর জন্য পাকিস্তানের মোট ১২ টি দেশের সমর্থন দরকার আর সেই কারণেই ইমরান খান সরকার এই মুহূর্তে আমেরিকার সাথে লবি করতে উঠে পড়ে লেগেছেন, কারণ আমেরিকা সাথে সম্পর্ক ঠিক করতে পারলে পাকিস্তানের ধূসর তালিকা থেকে বেরোনোর ক্ষীণ হলেও আশা আছে।

Leave a Comment