‘ভারতের বন্ধুত্বের জবাবে বিশ্বাসঘাতকতা করেছিল পাকিস্তান, কার্গিল যুদ্ধ সৈনিকদের সম্মান রেখেছিল’, ‘মন কি বাত’-এ মোদি

‘ভারতের বন্ধুত্বের জবাবে বিশ্বাসঘাতকতা করেছিল পাকিস্তান, কার্গিল যুদ্ধ সৈনিকদের সম্মান রেখেছিল’, ‘মন কি বাত’-এ মোদি

নিজস্ব প্রতিবেদন, করোনার কবলে গোটা দেশ, এরইমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ‘মন কি বাত’ অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বেলা ১১টায় শুরু হয় আজকের অনুষ্ঠান। উল্লেখ্য, এটি ‘মন কি বাত’-এর ৭৭তম সম্প্রচার। সকল দেশবাসীর কাছ থেকে যৌথ প্রচেষ্টার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার অনুপ্রেরণামূলক ঘটনা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী।

গত ১১ই জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছিলেন, “আমি নিশ্চিত যে আপনারা কীভাবে যৌথ প্রচেষ্টার মাধ্যমে ইতিবাচক পরিবর্তনগুলি আনা যায়, সেরকম অনুপ্রেরণামূলক ঘটনা সম্পর্কে অবগত। আপনি নিশ্চয়ই বেশ কিছু উদ্যোগ জানেন যে বহু মানুষের জীবনকে রূপান্তরিত করাতে সক্ষম হয়েছে। এই মাসের ‘ মন কি বাত’র জন্য সেগুলি শেয়ার করুন, যা আগামী ২৬ তারিখ সম্প্রচারিত হবে!”

আজ অর্থাৎ ২৬ শে জুলাই, কার্গিল বিজয় দিবসের ২১ তম বর্ষপূর্তি। এদিন মন কি বাত- অনুষ্ঠানে দেশের বীর সেনাদের কথা স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।পাশাপাশি পাকিস্তানকে আক্রমণও করেন তিনি। তিনি বলেন, এই দিনে ভারতের বন্ধুত্বের জবাবে বিশ্বাসঘাতকতা করেছিল পাকিস্তান।পাকিস্তান কার্গিলে দুঃসাহস দেখিয়েছিল। ভারত মায়ের বুকে ছোড়া ঢোকানোর দুঃসাহস দেখিয়েছিল পাকিস্তান।

মোদী আরও বলেন, “ভৌগোলিক প্রতিবন্ধকতাকে জয় করেছিল ভারতীয় সেনারা। কার্গিল যুদ্ধ সৈনিকদের সম্মান রেখেছিল। আমাদের পদক্ষেপ সৈনিকদের মনোবল বাড়াবে।” এ বিষয়ে বলার সময় আজ দেশের অবস্থা নিয়েও কিছু বক্তব্য রাখেন তিনি। দেশজুড়ে অতিমারী করোনার প্রকোপে জর্জরিত দেশবাসী। তবুও তিনি ভারতবাসীকে আস্থা দেন। তিনি বলেন, করোনাতে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়লেও অন্যান্য দেশের থেকে এ দেশে সুস্থতার হার বেশি। করোনায় মৃত্যুর হারও অন্যান্য দেশের তুলনায় কম রয়েছে। পাশাপাশি যাঁরা এখনও সাবধান নন, মাস্ক পড়ছেন না, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মাস্ক পরে কষ্ট হলে, ডাক্তার-নার্সদের কথা ভাবুন।’

Leave a Comment