এতদিন ধরে পুলওয়ামা হামলায় পাকিস্তানের জড়িত থাকা নিয়ে সমস্ত সম্ভাবনা নস্যাৎ করে আসছে ইমরান খান সরকার কিন্তু এবার সেই সরকারেরই মন্ত্রিসভার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী পুলওয়ামা হামলার জন্য ইমরান খানকে সাধুবাদ জানালেন।
বৃহস্পতিবার পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন ” ইমরান খানের সমস্ত ভালো কাজ গুলির মধ্যে এক হলো পুলওয়ামা হামলা, এটি পাকিস্তানের এক বিরাট সাফল্য”।
বুধবার এই ন্যাশনাল অ্যাসেম্বলিতেই বিরোধী মুসলিম লীগের সদস্য আয়াজ সাদিক বলেন “অভিনন্দন বর্তমানকে মুক্তি দিতে গিয়ে রীতিমতো পাকিস্তানের পা কেঁপে গিয়েছিল, প্রত্যাঘাতের ভয়ে ইমরান সরকার সন্ত্রস্ত হয়েছিল “। বিরোধী দলনেতার এই মন্তব্যের জেরেই ফাওয়াদ চৌধুরী পুলওয়ামা হামলাকে ইমরান খানের সাফল্য বলে বসেন, কিন্তু আদতে এই মন্তব্যের ফলে উল্টে চাপে পড়েছে ইমরান খান সরকার।
২০১৯ এর ১৪ই ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামা তে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। ভারতের ৪০ জন সিআরপিএফ জাওয়ান এই হামলার ফলে শহীদ হন। ভারতের নেশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এই হামলার দায়ভার দেয় জইশ-ই-মোহাম্মদের ঘাড়ে। ভারতের পক্ষ থেকে বারবার জানানো হয় যে পুলওয়ামা হামলার সাথে পাকিস্তান জড়িত কিন্তু এতদিন ইসলামাবাদ সেই দাবি নস্যাৎ করে আসছিল। ফাওয়াদ চৌধুরীর এই মন্তব্য ভারতের দাবিকেই পোক্ত করল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।