কানে ব্যাথা বিহীন মাস্ক

প্রতিবছর মহালয়ার পর মার্কেটে পা রাখা দায় হয়ে ওঠে। বিশ সালে কেবল মাস্ক কেনার ভিড়। মাস্ক ই যে এবার পূজোর প্রধান অঙ্গ। গত ৬-৭ মাস ধরে মাস্ক পরার সচেতনতা সারা বিশ্বেই লক্ষণীয়। ফ্যাশন ডিজাইনাররা তো ড্রেসের সাথে ম্যাচিং করে মাস্ক ও বানিয়ে ফেলেছেন। কিন্তু এই মুখ ঢাকা জীবন কি আদৌ ভালো লাগছে আমাদের? কানে আটকানো ফিতে দুটি যে বড়ই কষ্টকর। কান লাল হয়ে যাচ্ছে, ব্যাথা হচ্ছে,জ্বালা হচ্ছে। কিন্তু এর থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায় আছে। জেনে নিন তবে-

১. সারাদিন মাস্ক পরে বাইরে বেরোচ্ছেন তাহলে বাড়ি ফিরে কানের পিছনে বরফ লাগান। দেখবেন জ্বালা কমবে। তবে বরফ লাগানোর পর ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না।
২. হালকা ইলাস্টিক দেওয়া মাস্ক বা মাথার পিছনে বাঁধা মাস্ক ব্যাকহার করুন এতে কানের পিছনের ত্বক রক্ষা পাবে।
৩. মেয়েরা তো চুলের ক্লিপ ব্যবহার করেই থাকেন। মাস্কের ফিতের সাথে ক্লিপ আটকে চুলের সাথে আটকে নিন। ব্যাস কানের ওপর কোন চাপ ই পড়বে না।
৪. বাইরের কেনা মাস্ক গুলি ইলাস্টিক দেওয়া হয় যা থেকে কানে জ্বালা ব্যাথা হয়। কিন্তু ঘরে আপনি কাপড়ের মাস্ক বানিয়ে নিতে পারেন তা কানের পিছনের নরম ত্বককে রক্ষা করবে। আর অনেক আলগাও হবে।

যেভাবেই হোক মাস্ক তো এই মহামারীর সময় ব্যাবহার করতেই হবে। তার সাথে সমস্ত স্বাস্থ্যবিধিও মানতে হবে। তাই সব দিক বজায় রেখেই আবার নতুন ছন্দে ফিরতে হবে।

Leave a Comment