অক্সফোর্ড-এর টিকা অসাধারণ কাজ করছে প্রবীণদের ওপর

সম্প্রতি অক্সফোর্ড টিকা নিয়ে বেশ জলঘোলা হয়েছে। প্রথমে লন্ডনের এক স্বেচ্ছাসেবক যুবকের অসুস্থ হওয়া, তারপর ব্রাজিলের আরেক স্বেচ্ছাসেবকের মৃত্যুতে অনেকেই এস্ট্রোজেনেকার এই টিকার উপর আঙ্গুল তুলেছিল কিন্তু গবেষণার ভিত্তিতে অক্সফোর্ড এবং এস্ট্রোজেনেকার সম্মিলিত উদ্যোগে তৈরি এই টিকা সবার থেকে এগিয়ে রয়েছে।

সম্প্রতি গবেষণায় উঠে এসেছে এক নতুন তথ্য। কোমরবিডিটি জনিত কারণে বৃদ্ধদের করোনার কারণে মৃত্যুর হার সবথেকে বেশি, এই টিকা নাকি বৃদ্ধদের উপর অসাধারণ কাজ করছে, টিকার প্রয়োগের ফলে প্রবীনদের শরীরে করোনার থেকে লড়াই করার জন্য যথেষ্ট পরিমাণে টি-সেল এবং এন্টিবডি তৈরি হচ্ছে। এই টিকার প্রয়োগের পর করোনার মার যে অনেকটাই কমবে এই ব্যাপারে বিশেষজ্ঞরা যথেষ্ট আশাবাদী।

বৃটেনের একটি সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই জনসাধারণের জন্য করোনার টিকাকরণ শুরু করা হতে পারে, এইজন্য লন্ডনের বেশকিছু হসপিটাল কে সরকারি তরফ থেকে পাঠানো হয়েছে নির্দেশ নামা।

অক্সফোর্ড-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের টিকার চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল চলছে এবং আর দিন কয়েক অপেক্ষার পরেই তারা টিকা সম্পর্কে যাবতীয় তথ্য প্রদান করতে পারবেন। আপাতত টিকাকরণের ফলাফলে অক্সফোর্ড যথেষ্ট আশাবাদী, তাদের মতে গণ টিকাকরণের পর করোনার মার অনেকাংশেই কমে যাবে, এবার শুধুই অপেক্ষার পালা। খুব শীঘ্রই বিজ্ঞানভিত্তিক পত্রিকাগুলিতে অক্সফোর্ড এর টিকার গবেষণার ভিত্তিক তথ্যাদি প্রকাশ করা হবে।

Leave a Comment