বাংলাদেশ সহ অন্যান্য সব দেশে পাঠানো যাবে পেঁয়াজ, জানাল কেন্দ্র
নিজস্ব প্রতিবেদন, বাজারে পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া। এরমধ্যে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র। কিন্তু এবার সেই নিষেধাজ্ঞা তুলে দিয়ে পেঁয়াজ রফতানিতে ছাড় দেওয়া হল। বাংলাদেশ সহ অন্যান্য সব দেশে পাঠানো যাবে পেঁয়াজগুলি।
কেন্দ্রের নিষেধাজ্ঞার পরে বেশ বিপাকে পড়েছিল পেঁয়াজ বিক্রেতারা। বিপাকে পড়েন রফতানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। যেমন, মালদার মহোদিপুরে, ভারত-বাংলাদেশ সীমান্তে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে একের পর এক ট্রাক, লরি। সবগুলিতেই ভর্তি পেঁয়াজ। প্রচুর পেঁয়াজ নষ্ট হওয়ার আশঙ্কা ছিল।
রাজনৈতিক ক্ষেত্রেও শুরু হয়েছিল বিতর্ক। ব্যবসায়ীরা বেশ চিন্তায় পড়েছিল। এবার সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে কেন্দ্র ছাড় দিল রফতানিতে। রফতানির উদ্দেশে স্থল বন্দরে বা জল বন্দরে পৌঁছোনো পেঁয়াজ অন্যদেশে পাঠানোতে ছাড়। বাংলাদেশ সহ ও অন্যান্য সব দেশে পাঠানো যাবে পেঁয়াজগুলি। কেন্দ্র সরকার সূত্রে খবর।
অন্যদিকে অতিরিক্ত বৃষ্টির কারণে দেশীয় বাজারে বেশ ক্ষতি হয়েছিল। কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশে এবার পেঁয়াজের ফলন ব্যাপক ধাক্কা খেয়েছে। জল জমে চাষ জমিতেই নষ্ট হয়েছে বিঘের পর বিঘে জমির পেঁয়াজ। এবার সমস্ত কথা মাথায় রেখে স্থল বন্দরে বা জল বন্দরে পৌঁছোনো পেঁয়াজ অন্যদেশে পাঠানোতে ছাড় কেন্দ্রের।