একদিনের প্রধানমন্ত্রী

সিনেমার কোনো গল্প নয়, একদিনের প্রধানমন্ত্রী হলেন ফিনল্যান্ডের আভা মুর্তো। ফিনল্যান্ডের অধুনা প্রধানমন্ত্রী সানা মারিন একদিনের জন্য দেশের দায়িত্ব তুলে দিলেন ১৬ বছরের আভা মুর্তোর হাতে।

দক্ষিণ ফিনল্যান্ডের বাসিন্দা আভা, পরিবেশ এবং মানবাধিকার নিয়ে কাজ করেন। এহেন দায়িত্ব পেয়ে আভা উচ্ছাসিত। নারী স্বার্থ রক্ষার জন্য ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী এরকম নাটকীয় পদক্ষেপ নিয়েছেন।

৩৪ বছর বয়সী ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। গত ডিসেম্বরে ক্ষমতায় এসে তিনি নারী সুরক্ষা নিয়ে কাজকরা শুরু করেন।

উচ্ছাসিত আভা বলেন “নারীরা পুরুষের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে, টেকনোলজির ক্ষেত্রেও কেউ পিছিয়ে নেই, নারী স্বাধীনতার ক্ষেত্রে আমাদের আরো কাজ করতে হবে, বিশেষ করে নারীরা যেন নিজের মন্তব্য প্রকাশে পিছিয়ে না থাকে সেটাই দেখার “।

Leave a Comment