এবার ট্রাম্পকে আক্রমণ ওবামার

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এবার জো বাইডেনের হয়ে ভোট প্রচার করতে নামলেন। এক সময় আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি রিয়েলিটি শো তে অংশগ্রহণ করেছিলেন, বারাক ওবামা তাই এবার অ্যামেরিকানদের উদ্দেশ্যে বললেন ” যেই ব্যক্তি রিয়েলিটি শো এবং রিয়েলিটির মধ্যে পার্থক্য বোঝে না তাকে আপনারা দয়া করে ভোট দেবেন না”।

গতকাল ফিলাডেলফিয়ার বেসবল মাঠে একটি জনসমাবেশের আয়োজন করা হয় এবং সেখানেই বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে গলা ফাটান ভূতপূর্ব মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সমাবেশটিতে লোক হয়েছিল চোখে পড়ার মতো। ডেমোক্রেট পদপ্রার্থী জো বাইডেনের হয়ে এর আগেও বারাক ওবামা নেমেছিলেন বিভিন্ন ফান্ডরেইজিং অনুষ্ঠানে। তবে এই প্রথম জো বাইডেনের হয়ে কোন সভা তিনি একা সামলালেন। আমেরিকায় প্রেসিডেনশিয়াল ইলেকশনের আর মাত্র দুই সপ্তাহ বাকি, ভোটের আগে বাকি মাত্র একটি প্রেসিডেনশিয়াল ডিবেট আর তার জন্যই নিভৃতে প্রস্তুতি নিচ্ছেন বাইডেন।

বারাক ওবামা মার্কিন নাগরিকদের মনে করিয়ে দেয় যে কিভাবে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় করোনা পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়েছেন, গোটা আমেরিকা জুড়ে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে সেখানেও প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকায় সন্দেহ প্রকাশ করে তিনি বলেন ” উনি কটূক্তিতে বিশ্বাসী, উনি শুধু কাদা ছুড়তেই জানেন “।

অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্পও চুপ করে থাকেন নি, তিনি বলেছেন ” ওবামা তো আগেরবার কুটিল হিলারির হয়ে গলা ফাটিয়ে ছিল, কিন্তু কাজের কাজ কিছুই তো হয়নি”।

আজ রাতেই ন্যাশভিল এ হতে চলেছে শেষ প্রেসিডেনশিয়াল ডিবেট যেখানে মুখোমুখি হবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন। ৯০ মিনিটের এই বিতর্ক সভায় ছটি ভাগে ছটি ভিন্ন বিষয়ের উপর বিতর্ক করবে দুই পদপ্রার্থী। একজন যখন কথা বলবে তখন অপরজনের মাইক থাকবে মিউটে। এর আগের বিতর্ক সভায় যথেষ্ট পরিমাণে কাদা ছোড়াছুড়ি হয়েছে, বিশেষজ্ঞদের মতে সেটি ছিল প্রেসিডেন্সিয়াল ডিবেটের সবথেকে কদর্য উদাহরণ। যদিও সমীক্ষা অনুযায়ী জো বাইডেন অনেকটাই এগিয়ে রয়েছেন, তবুও শেষ পরিস্থিতি থেকে কে কার আগে চলে যায় সেটা বলা অনেকটাই কঠিন।

Leave a Comment