অস্ট্রেলিয়ায় নয়, ২০২১-এ টি-২০ বিশ্বকাপ হচ্ছে ভারতেই
নিজস্ব প্রতিবেদন, করোনা আবহে চলতি বছরের টুর্নামেন্ট অস্ট্রেলিয়া আয়োজন করতে না পারায় পরের বছর অর্থাৎ ২০২১ এ সংস্করণ যাতে তাদের দেওয়া হয়, মনে মনে তাই চেয়েছিল। কিন্তু, বিসিসিআই রাজি ছিল না। তাই চলতি বছরের প্রতিযোগিতা হবে ভারতেই।
শুক্রবার, আইসিসি-র বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি বছরের অক্টোবর নভেম্বর মাসে এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ায়। কিন্তু, করোনা আতঙ্কে সেই টুর্নামেন্ট পিছিয়ে যায়।
২০২১ সালের টি-২০ বিশ্বকাপের দায়িত্বে ভারতকেই রাখার সিদ্ধান্তে শিলমোহর দেয় আইসিসি। যদিও ২০২২ সালের টি-২০ প্রতিযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছে অস্ট্রেলিয়াকে।
২০২৩ সালের ৫০-ওভারে ক্রিকেট বিশ্বকাপ হতে চলেছে ভারতে। এর আগে, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ২০১১ সালের বিশ্বকাপের আয়োজন করেছিল ভারত।
এ বছর করোনা পরিস্থিতিতে অস্ট্রেলিয়া খেলার ব্যবস্থা করা সম্ভব ছিল না, তাই তারা পরের বছরটা চেয়েছিল, তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) রাজি ছিল না। শেষেমেশ ভারতেই হচ্ছে খেলা, খেলাপ্রেমীদের জন্য এ এক খুশির বিষয়।