এবার চাঁদেও বাজবে ফোন, চলবে ইন্টারনেট

মহাকাশ নিয়ে মানুষের গবেষণার অন্ত নেই। পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করা উপগ্রহকে নিয়েও তাদের কল্পনা সীমাহীন। নীল আর্মস্ট্রং এর ছোট্ট পদক্ষেপের পর চাঁদের মাটিতে অবতরণ করেছেন অনেক মহাকাশচারী তবে এবার নাসার ইচ্ছা চাঁদকে পাকাপাকিভাবে বসবাসের উপযোগী করে তোলা।

নাসা শুরু করেছে তার আর্টেমিস প্রোগ্রাম, যার দৌলতে ২০২৪ সালের মধ্যে চাঁদকে করা হবে বসবাসযোগ্য। ২০২২ সালের মধ্যেই চাঁদকে ৪জি এর আওতায় আনতে চায় নাসা। পৃথিবীর সর্বত্র মোবাইলের সিগনাল না পেলেও, চাঁদে পাওয়া যাবে ৪জি ইন্টারনেট সহ মোবাইল কানেকশন। আর্টেমিস প্রোগ্রামের লক্ষ্য প্রথমে মহিলা এবং পরে পুরুষ নভশ্চর চাঁদের মাটিতে পাঠানোর, আর তারপর চাঁদের মাটিতে আস্তে আস্তে মনুষ্য উপযোগী করে তোলা।

চাঁদে ওয়্যারলেস ব্রডব্যান্ড এর বরাতটি পেয়েছে ফিনল্যান্ডের কোম্পানি নোকিয়া। পৃথিবীর বাইরে এই ধরনের কাজ এই প্রথম। নোকিয়ার সূত্রে জানা যাচ্ছে যে প্রথমে চাঁদে ৪জি বসানোর কাজ শেষ করার পর ৫জি নিয়েও কাজ করা হবে। চাঁদে যন্ত্রপাতি পৌঁছানোর দায়িত্ব পেয়েছে টেক্সাসের একটি সংস্থা। নোকিয়ার দাবি, এই কাজটি সফলভাবে সম্পন্ন হলে ভবিষ্যতে নভশ্চরদের অনেক সুবিধা হবে, মোবাইল নেটওয়ার্কের সাহায্যে তারা পৃথিবীতে কন্ট্রোল টাওয়ারের সাথে ভয়েস এবং ভিডিও কল করতে পারবেন।

Leave a Comment