আসেনি কোনও স্বাস্থ্যকর্মী, করোনা আক্রান্ত যুবকের দেহ অ্যাম্বুল্যান্সে তুললেন ডেপুটি ম্যাজিস্ট্রেট

আসেনি কোনও স্বাস্থ্যকর্মী, করোনা আক্রান্ত যুবকের দেহ অ্যাম্বুল্যান্সে তুললেন ডেপুটি ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদন, দিনসাতেক আগে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে শিলিগুড়ির হাসপাতালে ভর্তি হন কোচবিহারের রেলগুমটি এলাকার এক বাসিন্দা।শিলিগুড়ির হাসপাতাল থেকে কোচবিহারে ফেরার পথে যুবকের মৃত্যু হয়। মৃত যুবকের করোনা টেস্ট করে জানা যায় যুবক করোনা আক্রান্ত ছিলেন। এরপর করোনা আক্রান্ত মৃতদেহ মর্গ থেকে বের করা নিয়ে টানাপোড়েন। স্বাস্থ্য কর্মীরা এগিয়ে না আসায়, দেহ অ্যাম্বুল্যান্সে তুললেন খোদ ডেপুটি ম্যাজিস্ট্রেট।

জানা গিয়েছে, মৃত যুবকের দেহ রাখা হয়েছিল কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে। সেখান থেকে দেহ বের করার সময় দেখা মেলেনি কোনও স্বাস্থ্য কর্মীর। শেষমেশ দুই সিভিল ডিফেন্স কর্মীর সাহায্যে মৃতদেহ অ্যাম্বুল্যান্সে তোলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তবে কেন কোনও স্বাস্থ্যকর্মী এগিয়ে আসেননি সেসময়, তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। মহকুমা শাসক জানিয়েছেন, সৎকারের জন্য দেরি হয়ে যাচ্ছিল, তাই মৃতদেহ দ্রুত অ্যাম্বুল্যান্সে তোলার জন্য এগিয়ে আসেন ডেপুটি ম্যাজিস্ট্রেট।

Leave a Comment