পুলিশকর্মীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে এল ‘নিরাময়’, চালু হলো ‘ডিজিটাল সিম্পটম চেকার

পুলিশকর্মীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে এল ‘নিরাময়’, চালু হলো ‘ডিজিটাল সিম্পটম চেকার

নিজস্ব প্রতিবেদন, আমাদের সুরক্ষা দিতে ফিয়ে করণের কবলে পড়েছে বহু পুলিশকর্মী। সম্প্রতি কিছুদিনে বহু পুলিশকর্মী করোনা আক্রান্ত হয়। আইপিএস অফিসার থেকে সিভিক পুলিশ, সাব ইন্সপেক্টর থেকে ট্রাফিক পুলিশ, বাদ যাননি কেউই। এযাবৎ আট জন পুলিশকর্মী মারাও গেছেন। তাই এহেন কঠিন পরিস্থিতিতে ডিজিটালি সমস্ত কর্মীদের সার্বিক স্বাস্থ্যের খেয়াল রাখতে চাইছে কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশ নিয়ে এলো নতুন ডিজিটাল সিম্পটম চেকার অ্যাপ ‘নিরাময়’।যার মাধ্যমে প্রত্যেক পুলিশকর্মীর স্বাস্থ্যের খেয়াল রাখা যাবে। কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা উদ্বোধন করলেন এই ডিজিটাল সিম্পটম চেকারের। ‘‘নিরাময়’’ আসলে অভয় দেবে ফ্রন্ট লাইন ওয়ারিয়রদের।এদিন কলকাতা পুলিশের বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে এই নতুন ‘নিরাময়’ অ্যাপের উদ্বোধন করলেন কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা।

কীভাবে কাজ করবে “নিরাময়”? এই কাজের জন্যে থাকছে আলাদা করে একটা টেলি ডেস্ক। প্রত্যেক থানার মাধ্যমে লালবাজারে অবস্থিত সেই টেলি ডেস্ক খোঁজ রাখবে সকলের। কেমন করে খোঁজ রাখবে তাঁরা? কলকাতা পুলিশ সূত্রে খবর, ফোন করা হবে পুলিশ কর্মীদের।এই অ্যাপের মাধ্যমে প্রত্যেক পুলিশকর্মীর স্বাস্থ্যের খোঁজ-খবর রাখা যাবে। এই কাজের জন্যে লালবাজারে আলাদা করে একটা টেলি ডেস্ক তৈরি হচ্ছে, প্রত্যেক থানার মাধ্যমে সকলের খোঁজ রাখবে সেই টেলি ডেস্ক।

দিনে দু-বেলা ফোন করা হবে সমস্ত পুলিশ কর্মীদের। যেসব কর্মীরা ছুটিতে রয়েছেন তাদেরও ফোন করা হবে। শারীরিক অসুস্থতার উন্নতি, কোনো উপসর্গ রয়েছে কি না, এই সমস্ত কিছু খোঁজ-খবর নেওয়া হবে।প্রয়োজন পড়লে ডিজিটাল মাধ্যমে চিকিৎসক সহ চিকিৎসা পদ্ধতিতের উপায় বাতলে দেবে এই টেলি ডেস্ক। এই বিষয়ে বিভাগীয় আধিকারিকদের সমস্ত খুঁটিনাটি তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment