তিনদিন ধরে টানা বৃষ্টিতে দেওয়াল ভেঙে পড়ে মৃত ২ মাসের শিশু-সহ ৯ জন
নিজস্ব প্রতিবেদন, টানা তিনদিন ধরে প্রবল বৃষ্টিতে দেওয়াল ভেঙে পড়ে অন্তত ৯ জনের মৃত্যু হল হায়দরাবাদে। মৃতদের মধ্যে রয়েছে একটি ২ মাসের শিশুও। এখনও অনেকে ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধকালীন তত্পরতায় চলছে উদ্ধারকাজ।গত তিন দিন ধরেই প্রবল বৃষ্টি চলছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায়। গত ৪৮ ঘণ্টায় তেলেঙ্গানায় বৃষ্টির কারণে ১২ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় নীচু এলাকাগুলিতে জল জমে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি।
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে তেলঙ্গানা জুড়ে প্রবল বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির জেরে আজ ও কাল স্থগিত রাখা হয়েছে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা।হায়দরাবাদ লোকসভার সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি ট্যুইট করে জানিয়েছেন, “#HyderabadRains। বান্দলাগুড়ার মহাম্মেডিয়া হিলসে একটি ব্যক্তিগত সীমানার দেওয়াল ভেঙে পড়ে ৯ জনের মৃত্যু হয়েছে। ২ জন জখম হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। যাওয়ার পথে শামশাবাদে দাঁড়িয়ে থাকা বাসযাত্রীদের লিফট দিই। এখন আমি তালাবকাট্টা ও ইয়েসরাব নগরে যাচ্ছি।”
বিপুল বৃষ্টিতে দেওয়ালটি ১০টি বাড়ির ওপর ভেঙে পড়ে।বঙ্গোপসাগরের ওপর গভীর নিম্নচাপ। তার জেরেই দুই রাজ্যে চলছে বৃষ্টি। তেলঙ্গানায় গত ৪৮ ঘণ্টায় মারা গেছেন ১২ জন। রাজ্যের বেশ কিছু এলাকায় বন্যা হয়েছে। তেলঙ্গানার ১৪টি জেলা চরম ক্ষতিগ্রস্ত। হায়দরাবাদেও বেশ কিছু এলাকা জলমগ্ন। জনজীবন বিপর্যস্ত।
জলস্তর বেড়ে যাওয়ায় হিমায়ত সাগর বাঁধের লকগেট খোলা হয়েছে মঙ্গলবার রাতে। এই বাঁধ থেকেই হায়দরাবাদ শহরে জল সরবরাহ করা হয়। হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি মঙ্গলবার রাতেই বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান। যেখানে দেওয়াল ভেঙেছে, সেখানেও উপস্থিত হন তিনি। টুইটারে জানিয়েছেন সেকথা।হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন চন্দ্রায়ণগুট্টার বিধায়ক আকবরউদ্দিন ওয়েইসি।