আগামী 3 মে শেষ হচ্ছে চলতি লকডাউনের সময়সীমা, কিন্তু এর পরবর্তী পদক্ষেপ কি হবে সেই নিয়ে আবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে আলোচনায় বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ 3 মে তাই 27 এপ্রিল সকাল 10টায় সমস্ত মুখ্যমন্ত্রীদের সাথে এই আলোচনা রীতিমতো গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
পাশাপাশি 20 এপ্রিল থেকে যেসব ক্ষেত্রগুলোকে ছাড় দেওয়া হয়েছে আলোচনা হতে পারে সেসব ক্ষেত্র নিয়েও।
বুধবার দেশের করোনা আক্রান্তের সংখ্যা 20 হাজার ছাড়িয়েছে, ইতিমধ্যেই আবার টেস্ট কীটের অভাব সংক্রান্ত অভিযোগ উঠেছে ফলে মুখ্যমন্ত্রীদের সাথে আলোচনায় টেষ্টকীট যে একটা গুরুত্বপূর্ণ স্থান নেবে সেটা বলাই বাহুল্য।
তবে 27 এপ্রিল নাগাদ দেশের করোনা পরিস্থিতর চিত্র আরো স্পষ্ট হবে যেটা 3 মে পরবর্তী সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহায্য করবে।