স্বস্তির খবর, আক্রান্তের সংখ্যা ৮ লক্ষের নীচে, সুস্থের হার ৮৭.৮ শতাংশ

স্বস্তির খবর, আক্রান্তের সংখ্যা ৮ লক্ষের নীচে, সুস্থের হার ৮৭.৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদন, করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি দেশে। সম্ভবত ভ্যাক্সিন সামনের বছরেই আসার সম্ভাবনা রয়েছে। তবে ততদিন পর্যন্ত প্রত্যেকদিনের বুলেটিনে উঠে আসছে আক্রান্তের সংখ্যা। এবার দেশে অনেকটাই কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। স্বস্তি দিল শেষ কয়েকদিনের দেশের করোনা পরিসংখ্যা। উল্লেখযোগ্য ভাবে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। পাশপাশি লাগাতার দেশে দৈনিক আক্রান্ত আশি হাজারের নীচে থাকছে। এমনকি গতকাল দেশে দৈনিক সুস্থতা ছিল দৈনিক আক্রান্তের সংখ্যার থেকে বেশি। কয়েকদিন ধরে দেশে লাগাতার দৈনিক রেকর্ড মানুষ সুস্থ হয়েছে। এমনকি তা গড় দৈনিক আক্রান্ত থেকেও বেশি। উল্লেখ্য গতকালও দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৬২ হাজারের উপরে। এমনকি গতকাল দৈনিক সুস্থতা ছিল ৭০ হাজার ।

ইতিমধ্যেই বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ভারতে মোট করোনা আক্রান্তে ৭৪ লক্ষ ছাড়িয়েছে। উল্লেখ্য বলে রাখি, এই সংখ্যা হিসাবে রয়েছে। কিন্তু আদতে প্রকৃত করোনা আক্রান্তের সংখ্যা এর চেয়ে ১০ গুণ বেশি। ঠিক এইরকমই তথ্য উঠে এসেছে আইসিএমআর এর সমীক্ষায়। সম্প্রতি প্রকাশিত ওই সমীক্ষা বলছে, প্রতিটি ‘কনফার্মড’ কেসের পাশাপাশি ৮০-১৩০টি কেস হিসেবের বাইরে থেকে যাচ্ছে।গতকাল সুস্থ হয়ে বাড়ি ফিরেছে প্রায় ৭০ হাজার মানুষ (‌৭০,৮১৬)। দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা ৬৫ লক্ষ ২৪ হাজার। ভারতে এখন সুস্থতার হার ৮৭.৮ শতাংশ।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী শেষ চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৬২২১২। এখনও পর্যন্ত ভারতে মোট আক্রান্ত ৭৪ লাখ ছাড়িয়েছে।

শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬২ হাজার ২১২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ১ হাজার কম। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ লক্ষ ৩২ হাজার ৬৮১ জন।ভারত ইতিমধ্যেই ব্রাজিলেকে টপকে বিশ্ব করোনার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। উল্লেখযোগ্য বিষয় হলো দুই ভারত ও ব্রাজিলের মোট আক্রান্তের পার্থক্য ক্রমশ বাড়তে শুরু করেছে। যদিও সক্রিয় রোগীর নিরিখে ভারত অনেক আগেই ব্রাজিলকে ছাপিয়ে গিয়েছে।

Leave a Comment