স্বস্তির খবর, রাজ্যে বাড়ছে সুস্থের সংখ্যা
নিজস্ব প্রতিবেদন, করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের মধ্যেই রাজ্যবাসীর জন্য সুখবর। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের সাম্প্রতিক করোনা পরিসংখ্যান জানাচ্ছে যে, এরাজ্যে এই রোগ থেকে সুস্থ হওয়ার হার খুব দ্রুত বাড়ছে। সোমবার রাজ্যের কোভিড-১৯ পুনরুদ্ধারের হার ৭৫ শতাংশ ছাড়িয়ে গেছে। তবে এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে আরও ৩১৭৫ জন নতুন করোনা রোগীর সন্ধান মিলেছে, মৃত্যু হয়েছে ৪৫ জনের। এর ফলে এরাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১,১৯,৫৭৮ এ পৌঁছে গেছে। মোট মৃত্যু হয়েছে ২,৪৭৩ জনের। এদিকে গত একদিনে এই রোগ থেকে মোট ২৯৮৭ জন সুস্থ হয়ে উঠেছে, যার ফলে করোনা থেকে পুনরুদ্ধারের সাম্প্রতিক হার ৭৫.০২।
আজ শুধু কলকাতাতেই আজ আক্রান্ত হয়েছে ৬০০ জন। দক্ষিণ চব্বিশ পরগণায় ৬৬৪ জন। রাজ্যে ইতিমধ্যেই মোট আক্রান্ত এক লক্ষ ছাড়িয়েছে। রাজ্যে এই মুহূর্তে করোনা রোগীর সংখ্যা ১,২২,৭৫৩ জন। শুধু কলকাতাতেই প্রায় ৩৩ হাজারের অধিক জনের শরীরে করোনা থাবা বসিয়েছে। তারপরেই রয়েছে দক্ষিণ চব্বিশ পরগণা ও হাওড়া। এই দুই জেলায় মোট আক্রান্ত যথাক্রমে ২৫,৯০৪ ও ১১,৫৪৫। স্বস্তির খবর হলো হাওড়া হুগলি কলকাতা ও দুই চব্বিশ পরগনায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। পাশপাশি রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও সংক্রমণ বাড়তে শুরু করেছে। যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, বাকুড়া, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, এইসব জেলাতে প্রায় ১০০ জন করে আক্রান্ত হয়।
উল্লেখ্য আনলক পর্ব শুরু হওয়ার পর থেকেই লাগাতার রেকর্ড মানুষ আক্রান্ত হচ্ছিল রাজ্যে।
তবে শেষ দুইদিনে লাফিয়ে বেড়েছে ডিসচার্জ রেট। এদিন বেড়ে দাঁড়িয়েছে ৭৫.৫১ শতাংশে। পাশপাশি রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৭,৫৫৩। রাজ্যে এদিন মোট সুস্থতা ৯২ হাজার ছাড়ালো। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার সংখ্যা ৯২,৬৯০ জন। পাশাপাশি করোনা আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। কয়েকদিন আগে থেকেই জ্বরে ভুগছিলেন তিনি। এরপর তাঁর সোয়াব পরীক্ষার করা হয়। রবিবার গভীর রাতে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এইমুহূর্তে তিনি বাড়িতেই রয়েছেন। জ্বরের পাশাপাশি কাশির সমস্যা রয়েছে তাঁর।
তবে আজ সারাদিনে করোনায় মারা গেছেন ৫৫ জন। তার মধ্যে শুধু কলকাতাতেই ১৭ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে করোনা মোট মৃত্যু ২,৫২৮। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রাজীব সিনহা বলেন, ১০০ জনের মধ্যে ২ জন মারা যাচ্ছে। রাজ্যে মৃত্যুর হার ২ %। যার মধ্যে ৮৯ শতাংশ রোগীর মৃত্যু কোমর্বিডিটির কারণে মৃত্যু হচ্ছে। তাই চিন্তার কোনো কারণ নেই। পাশাপাশি মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিন রাজ্যে হাসপাতালে পর্যাপ্ত বেড রয়েছে। রাজ্যের ৬৮ টি ল্যাবে আজ সারাদিনে ৩৫ হাজার ১০৭ টি নমুনা পরীক্ষা করা হয়। যা এযাবৎ সর্বাধিক। রাজ্যে এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লক্ষ ৮২ হাজার ১৯৮।
কলকাতা, উত্তর ২৪ পরগনা ও হাওড়া এই তিন জেলার অবস্থা আশঙ্কা জনক। কলকাতায় আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৮৬৭ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ২৪০ জন এবং হাওড়ায় মোট আক্রান্তের সংখ্যা ১১,৩৮১ জন। যাই হোক না কেন রাজ্যে বেড়েছে করোনা টেস্টের সংখ্যা গত ২৪ ঘণ্টাতেও ৬৭টি ল্যাবে মোট ৩২ হাজার ৩১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।