করোনা মুক্ত হলো নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৫০৪ এবং এই মুহূর্তে সেখানে কোনো নতুন আক্রান্তের খবর নেই, শেষ আক্রান্ত ব্যাক্তিটিও সুস্থ হয়ে উঠেছে তাই সোমবারই নিউজিল্যান্ডকে করোনা মুক্ত ঘোষণা করলো সে দেশের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। আপাতত শুধু সীমান্ত বন্ধ থাকছে, এমনকি সামাজিক দূরত্ববিধি মানতেও বারণ করা হয়েছে।

কঠোর ভাবে লকডাউন পালনে সর্বাগ্রে ছিল নিউজিল্যান্ড। জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই বাইরে বেরোনোর অনুমতি দেওয়া হয়নি। সেকারণেই আক্রান্ত মাত্র ১৫০০ মতো এবং গোটা দেশে মৃত্যু হয়েছে ২২ জনের। ১৪ মে নিউজিল্যান্ডে প্রায় ৭ সপ্তাহ ধরে চলা লকডাউনের মেয়াদ শেষ হয়, নতুন আক্রান্তের খবর না থাকায় নিউজিল্যান্ড মন্ত্রিসভা সোমবার মধ্যরাত থেকে গোটা দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে উদ্যোগী হন, এবং তারপরই প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন এই ঘোষণা করেন।

দেশকে করোনামুক্ত ঘোষণা করে জেসিন্ডা আর্ডেন বলেন ” করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে গোটা দেশ কঠোর ভাবে সমস্ত নিয়ম মেনেছে, এবং সফলতা পেয়েছে, কিন্তু দেশের আর্থিক পরিস্থিতি অনেকটা পিছিয়ে গেছে, এবারে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে দেশের আর্থিক অবস্থা ফেরাতে “।

করোনা সংক্রান্ত সতর্কবার্তায় দেশ এখন ১ নম্বরে অর্থাৎ কোনো কিছুরই বাধা নেই। তবে দেশের সীমান্ত এখনো লক রাখা হয়েছে এবং সাধারণ মানুষকে বলা হয়েছে যে তারা যাদের সাথে দৈনন্দিন ভাবে দেখা করছে তাদের নাম মনে রাখতে, কারণ যদি কেউ করোনা সংক্রমিত হয়ে যায় তবে তাদের খুঁজে বার করা সহজ হবে।

তবে ভাইরাসের অস্তিত্ব নেই মানেই যে সেটা ভবিষ্যতে আর হবে না সেটা বলা চলে না, স্থানীয় বিশেষজ্ঞদের মতে দেশ থেকে করোনা তাড়ানো গেছে এটা প্রথম পর্যায়ের জয় কিন্তু এই মহামারী যতদিন থাকবে ততদিনই এই মহামারী আবার ফিরে আসার ভয় থাকবে।

Leave a Comment