পুজোয় ঘুরে আসুন নতুন সমুদ্র সৈকতে

উৎসবের মরশুমে করোনা আবহের মধ্যেও আনলক ৫-এ বেশ কিছু সমুদ্র সৈকত ও পাহাড়ে ইতিমধ্যেই বেড়ানো শুরু করে দিয়েছে। দীঘা, মন্দারমনির পর এবার বাংলাতেই তৈরী হচ্ছে নতুন সমুদ্র সৈকত কাঁথির কানাইচট্টা সমুদ্র সৈকত। পুজোয় এবার নজর কাড়তে চলেছে কাঁথির দেশপ্রাণ ব্লকের দারিয়াপুর গ্রাম পঞ্চায়েতের কানাইচট্টার সমুদ্র সৈকত। বলা বাহুল্য পথ-ঘাট ভালো না থাকায় কোনদিনই এই জায়গাটি পর্যটকদের নজরে আসেনি। তবে শীতকালীন পিকনিক স্পট হিসাবে নাম ছিলো। পর্যটক উন্নয়নের ঢেউয়ে এই জায়গা টিকেও সুন্দর করে সাজিয়ে নতুন করে তুলতে মরিয়া প্রসাশণ যাতে পর্যটকেরা আগ্রহী হয়। পর্যটকদের জন্য আরও উন্নত পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু করেছে পঞ্চায়েত সমিতি ও সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত যৌথভাবে উদ্যোগী হয়েছে।

অবস্থানগত ভাবে দেখলে এখানে এসে আরও কয়েকটি স্পষ্ট সহজেই ঘুরে ফেলতে পারবেন। যেমন বাঁকিপুট, জুনপুট। এগুলিও পিকনিক স্পট। শীতকালীন সময়ে অনেকেই ঝাউবনে চড়ুইভাতি করতে ভালোবাসে কিন্তু পরিকাঠামোর অভাবে তা হয়ে ওঠে না। কানাইচট্টায় থাকবে উপযুক্ত পরিকাঠামো। এছাড়াও একটি ফার্ম হাউস আছে যা আকর্ষণীয়।

নানান সরকারি উদ্দ্যোগে ইতিমধ্যেই সৈকত সাজানোর কাজ শুরু হয়েছে। বর্তমানে সৈকতে যাতায়াতের সুবিধার জন্য ১০০দিনের কাজ প্রকল্পে দু’টি রাস্তা হয়েছে। এছাড়া স্থানীয় নারায়ণ মন্দিরের কাছে পানীয় জলের সাবমার্সিবল পাম্প বসানো হয়েছে। আগামী দিনে শৌচালয়ের পরিকাঠামোও গড়ে তোলা হবে। এছাড়াও সৈকতে সৌন্দর্যায়ন করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

Leave a Comment