অক্ষয় কুমার মানেই তো কমেডি, অ্যাকশন, থ্রিলার, আর তার সাথে জমজমাটি অভিনয়। বহুদিন ধরেই নেটদুনিয়ায় ঘোরা-ফেরা করছিলো ‘লক্ষী বম্ব’ সিনেমার প্রচ্ছদটি। অবশেষে প্রতীক্ষার হলো অবসান। একেবারে টিজার রিলিজ করে নিজের ছবির কথা জানালেন বলিউড খিলাড়ি। তিনি জানান যে দীপাবলিতে অর্থাৎ নভেম্বরেই মুক্তি পেতে চলেছে এই ছবি। করোনা মহামারিতে সম্প্রতি সিনেমা হল গুলি খোলার অনুমতি পেলেও এখোনি হলে দেখা যাবে না এই মুভি। ‘ডিসনি+হটস্টার’ অ্যাপে মুক্তি পাবে এই ছবি। আগামী ৯ই নভেম্বর থেকে ছবির অনলাইন স্ক্রিনিং শুরু হবে বলে তিনি জানান।
ছবির টিজার রিলিজের পর বোঝাই যাচ্ছে এবার অন্য লুকে দেখা যাবে অক্কি কে। সিনেমায় তিনি এক ট্রানজেন্ডারের ভূমিকায় অভিনয় করেছেন। লাল শাড়ি, হাতে লাল চুরি, মাথায় রাঙা লাল টিপ লুক টিকে অন্য মাত্রা দিয়েছে। টিজারে বোঝাই যাচ্ছে পুরুষালি চেহারা থেকে কীভাবে তিনি ধীরে ধীরে মহিলা শরীরে রুপান্তরিত হচ্ছেন। নেপথ্যে শোনা গিয়েছে, ‘আজ থেকে তোমার নাম আর লক্ষণ নয়, এখন থেকে তুমি লক্ষ্মী’।
এই সিনেমাটি প্রকৃতপক্ষে তামিল হরর কমেডি ‘মুনি ২ : কাঞ্চনা’ ছবির হিন্দি রিমেক। এই ছবির পরিচালক রাঘব লরেন্স, হিন্দিতে ছবিটি রিমেক করে বলিউডে পা রাখতে চলেছে। ছবিতে মিস্টার খিলাড়ি ছাড়াও রয়েছেন কিয়ারা আডবানি, তুষার কাপুর, শরদ কেলকার, অশ্বিনী কালসিকারের মতো তারকা।