স্বাস্থ্য দপ্তরের তরফে বাংলার হাসপাতালগুলির জন্য ঘোষিত নয়া নির্দেশিকা
নিজস্ব প্রতিবেদন, স্বাস্থ্য দপ্তরের তরফে ঘোষিত নতুন নির্দেশিকা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন, করোনা চিকিৎসায় ৫০ হাজার টাকার বেশি অগ্রিম নিতে পারবে না কোনও হাসপাতাল। পাশাপাশি এবার থেকে আগেই রোগীর পরিবারকে জানিয়ে দিতে হবে আনুমানিক খরচ কত হতে পারে!
করোনা আবহে আক্রান্তরা সরকারি হাসপাতালে বেড না পাওয়ায় ভর্তি হচ্ছেন বেসরকারি হাসপাতালে। আর সেই সুযোগে বহু হাসপাতাল রোগীর থেকে নিচ্ছে বিপুল পরিমান অর্থ। যা দিতে হিমশিম খাচ্ছে সকলে। তাই এরূপ পরিস্থিতির কথা মাথায় রেখেই এই নতুন নির্দেশিকা।
বারবার অভিযোগ উঠেছে রোগী ভর্তি নেওয়ার পর ইচ্ছেমতো বিলে অঙ্ক বাড়িয়ে দেয় প্রাইভেট হাসপাতাল গুলি। বহু ক্ষেত্রে চিকিৎসা করাতে এসে মানুষ সর্বস্বান্ত হয়ে যায়৷ করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এই অভিযোগ আরো বেড়েছে।এবার সেটার পরিবর্তন আনছেন মুখ্যমন্ত্রী। তাই সমস্ত হাসপাতালগুলোকে কড়া নির্দেশ দেওয়া হল। মোট খরচের ২০ শতাংশের বেশি নেওয়া যাবে না অগ্রিম। রোগীর পরিবারের কাছে সেই মুহুর্তে টাকা না থাকলে ১২ ঘন্টা সময় দিতে হবে বলেও জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। পাশাপাশি, কোনো পরীক্ষা বারবার করতে হলে এবং সেই পরীক্ষার খরচ যদি ২০০০ টাকার বেশী হয় তবে হাসপাতালকে তা লিখিত ভাবে জানাতে হবে রোগীর পরিবারের সদস্যদের।