নয়া নজির গড়ল দিল্লি, এক মাসে করোনায় মৃত্যুর হার কমেছে ৪৪ শতাংশ

নয়া নজির গড়ল দিল্লি, এক মাসে করোনায় মৃত্যুর হার কমেছে ৪৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদন, করোনা আবহে দিল্লির পরিস্থিতি বেশ শোচনীয় হয়ে দাঁড়াচ্ছিল। ক্রমশ বাড়ছিল করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু গত ১ মাসে করোনায় মৃত্যুর হারে নয়া নজর গড়ল। করোনায় মৃতের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। দিল্লির স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, জুন মাসের প্রথম ১৫ দিনের মধ্যে প্রতিদিন গড়ে ৯১ জন করোনায় মারা যাচ্ছিল। সেই সংখ্যাটাই জুলাই মাসে কমে এসে দাঁড়িয়েছে ৫০-এ। অর্থাত্‍ গত এক মাসে করোনায় মৃত্যুর হার ৪৪ শতাংশ কমিয়ে এনেছে দিল্লিতে।

রিপোর্ট বলছে, যেখানে ১লা জুন থেকে ১২ই জুনের মধ্যে ১০৮৯ জন দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছিলেন, সেই তুলনায় ১লা জুলাই থেকে ১২ই জুলাইয়ের মধ্যে দিল্লিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০৫ জন।আজ সকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ট্যুইট করে জানিয়েছেন, “দিল্লিতে করোনায় মৃত্যুর গ্রাফ অনেকটা নেমেছে। জুন মাসের তুলনায় জুলাইয়ে কোভিডে মৃত্যুর হার কমছে ৪৪ শতাংশ। ব্যক্তিগত ভাবে অতিমারীর শুরু থেকে এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন। তবে এই করোনায় মৃতের সংখ্যা শূন্যে নেমে না আসা পর্যন্ত আমরা থামব না।”

করোনা আক্রান্তের সংখ্যা যে হারে বাড়ছিল, তাতে মনে করা হচ্ছিল যে জুলাইয়ের শেষের দিকে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৫.৫ লক্ষে গিয়ে পৌঁছবে। তবে স্বস্তির ব্যাপার এখন সংখ্যাটা এখনও পর্যন্ত ১.৫ লাখেরও কম।রিপোর্ট বলছে, যেখানে ১লা জুন থেকে ১২ই জুনের মধ্যে ১০৮৯ জন দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছিলেন, সেই তুলনায় ১লা জুলাই থেকে ১২ই জুলাইয়ের মধ্যে দিল্লিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০৫ জন।

Leave a Comment