মুম্বই যাওয়ার স্বপ্ন মা-এর, বেচে দিল নিজের ২ মাসের সন্তানকে

মুম্বই যাওয়ার স্বপ্ন মা-এর, বেচে দিল নিজের ২ মাসের সন্তানকে

নিজস্ব প্রতিবেদন, স্বপ্ন পূরণ কে না করতে চায়! কিন্তু সেই স্বপ্ন পূরণের তাগিদে নিজের সন্তানকে বেচে দেওয়ার ঘটনা, হয়তো এই প্রথম সামনে এল। স্বপ্ন মুম্বই যাওয়ার, আর সেই স্বপ্ন পূরণ করতে নিজের ২ মাসের সন্তানকে বেচে দিল এক মা। হায়দরাবাদে ২২ বছরের ওই যুবতী মুম্বই যাওয়ার টাকা জোগার করতে ৪৫ হাজার টাকায় বিক্রি করে দেয় সদ্যোজাতকে।হায়দরাবাদের হাবিব নগর থানা এলাকায় ঘটনাটি ঘটে।

গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বিক্রি করে দেওয়া সদ্যোজাতকে খুঁজে বের করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, শেখ জোয়া খান নামে ওই মহিলার সঙ্গে তাঁর স্বামীর বচসা বাঁধে। বচসার জেরে পুত্র সন্তানকে নিয়ে আলাদা থাকেন জোয়া। কিন্তু সদয় বাচ্চাকে সামলাতে নাজেহাল হয়েছেন। সব ছেড়ে তাঁর মুম্বই যাওয়ার সখ। শেষমেশ মুম্বই যাওয়ার টাকা জোগাড় করতে শেখ আদনান নামে এক ব্যক্তির কাছে ছেলেকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

মঙ্গলবার শিশুটির বাবা আবদুল মুজাহিদ বিক্রির কথা জানতে পেরে পুলিশে খবর দেন তিনি। অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত শুরু হয়। শেষমেশ শিশুটিকেও খুঁজে পায় ও গ্রেফতার হয় অভিযুক্ত মা। পাশাপাশি পাশাপাশি যারা শিশুটিকে কিনেছিল, তাদের ৫ জনের বিরুদ্ধে জ্যুভেনাইল জাস্টিস মামলা দায়ের করা হয়েছে।

Leave a Comment