বেইরুট বিস্ফোরণে মৃতের সংখ্যা শতাধিক, আহত চার হাজারের বেশি

বেইরুটে জোরালো বিস্ফোরণে শতাধিক মৃত, আহত 4 হাজারেরও বেশি। বুধবার লেবাননের রেডক্রস সংস্থা এই খবর দেয়। মঙ্গলবার বিকেলে পরপর দুটি জোড়ালো বিস্ফোরণে কেঁপে ওঠে বেইরুটের বন্দর এলাকা। বিস্ফোরণের তীব্রতায় ১০ কিলোমিটার দূরের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে, ২৪০ কিলোমিটার দূরে অবস্থিত সাইপ্রাস দ্বীপেও এর কম্পন অনুভূত হয়।

বিস্ফোরণটি ঘটেছে একটি বহুতল এলাকায় এবং বিস্ফোরণের ফলে মৃতের সংখ্যা বাড়ার আরও সম্ভাবনা রয়েছে। লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব বুধবার মৃতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন এবং জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেন। লেবাননের প্রধানমন্ত্রী একটি বিবৃতিতে বলেন প্রাথমিক তদন্ত অনুযায়ী বন্দরের একটি গুদামে ২৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুত ছিল এবং হয়তো তাতেই বিস্ফোরণ ঘটেছে।

তবে এত বিপুল পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেট, যেটা কিনা একটি বিস্ফোরক তা কিভাবে কোন সতর্কতা মূলক ব্যবস্থা ছাড়া মজুত করা হলো সেটা খতিয়ে দেখা হচ্ছে। একটি তদন্তকারী কমিটি গঠন করা হচ্ছে এবং আগামী পাঁচ দিনের মধ্যে সেই কমিটিকে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন এই ঘটনার সাথে কেউ যুক্ত থাকলে তার কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে।

তবে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট মজুতকারী এই গুদামটির আশেপাশে কোথাও আগুন লাগার থেকেই বিস্ফোরণ হয়েছে, তবে প্রকৃত কারণ এখনো অনুসন্ধান সাপেক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে, যেখানে বিস্ফোরণ হয়েছে সেটি একটি বহুতল জনবহুল এলাকা এবং বিস্ফোরণস্থলের আশেপাশের সমস্ত ঘরবাড়ি গুঁড়িয়ে গেছে, ভেঙে পড়েছে বেশ কয়েকটি বহুতল, বিস্ফোরণের পর ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে যান অনেক মানুষ। স্থানীয় সময় প্রায় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মঙ্গলবার এই বিস্ফোরণ ঘটে। ঘটনার তীব্রতায় মানুষ আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের তলায় আরো মানুষ আটকে আছেন।

Leave a Comment