ছন্দে রয়েছে মৌসুমী বায়ু, আজ সকাল থেকেই মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হয় কেরলের বহু অঞ্চলে। দিল্লির হাওয়া অফিসের মতে এবারে জুন থেকে সেপ্টেম্বর অব্দি বৃষ্টির হার থাকবে স্বাভাবিক। এ রাজ্যেও বর্ষা ঢুকতে চলেছে নির্দিষ্ট সময়ে।
এ রাজ্যে সাধারণত উত্তর – পূর্বাঞ্চল হয়ে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় ৫ জুন এবং দক্ষিণ বঙ্গে তা ঢোকে ৮ জুন নাগাদ। যেহেতু কেরলে সঠিক সময়ে বর্ষা এসেছে তাই আশা করা যাচ্ছে এ রাজ্যেও তার পদার্পন সঠিক সময়ে হবে। দিল্লির মৌসুমী ভবনের অধিকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন ” কেরলে সঠিক সময়ে মৌসুমী বায়ু ঢুকেছে, এবং বৃষ্টিও হচ্ছে ” তবে এ রাজ্য নিয়ে তিনি মুখ না খুললেও তার দফতর মারফত এমত খবর পাওয়া গেছে যে যদি কোনো বাধা সৃষ্টি না হয় তবে রাজ্যে বর্ষা সঠিক সময়ে ঢুকবে।
রাজ্যের আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস জানান ” এটা পর্যবেক্ষণে আছে, সঠিক সময়ে জানানো হবে “। তবে সঠিক সময়ে মৌসুমী বায়ুর আগমনে এবছর বৃষ্টির ঘাটতির সম্ভবনা কম। বর্ষার ওই শাখাটি ক্রমেই আরব সাগর ও বঙ্গোপসাগর হয়ে উপরের দিকে উঠতে থাকে, এবং এই সময় যদি আরব সাগরে কোন ঘূর্ণিঝড় নিম্নচাপের সৃষ্টি হয় তাহলে পশ্চিম ভারতে এটি অতি সক্রিয় হয়ে ওঠে। আরব সাগরে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত শক্তিশালী হচ্ছে, গুজরাট মহারাষ্ট্র উপকূলকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। মৌসুমী ভবন সূত্রে খবর জুন থেকে সেপ্টেম্বর এর মধ্যে স্বাভাবিক হারে বৃষ্টি হবে।