অনুষ্কা, করিনার পর আবারও নতুন সদস্য বা সদস্যা পা রাখছে বলিউডে। প্রথম বার ‘বেবি বাম্প’ নিয়ে দেখা গেলো অভিনেত্রী অমৃতা রাও-কে। ইন্সটাগ্রামে ছবি আসতেই মুহুর্তে ভাইরাল হয়ে যায় ছবি ও গুড নিউজটি। প্রকাশিত ছবিটিতে স্বামী যে আনমোলের সাথে সাদা শর্টস ও টপে বেবি বাম্প সহ দেখা যায় ‘মেই হুঁ না’ অভিনেত্রী অমৃতাকে। চার বছরের দাম্পত্য জীবনে প্রথমবার মা হতে চলেছেন তিনি। তাই নেটিদুনিয়ায় ফটোটি মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।
২০১৬ সালের ১৫ মে চুপিসারে দীর্ঘদিনের প্রেমিক আরজে ও টিভি উপস্থাপক আনমলের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ‘বিবাহ’খ্যাত তারকা অমৃতা রাও। বিয়েতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো দীর্ঘ সাত বছর ধরে প্রেম করছে তারা অথচ তা কেউ টের পাননি তখন।
নেটিজেনদের মধ্যে গুজব ছড়িয়েছে শাহিদ কাপুরের দুই এক্স করিনা-অমৃতা তবে একই সাথে মা হচ্ছেন। যদিও তাদের আগেই শাহিদ ও মীরা দুই সন্তানের পিতামাতা। নেটদুনিয়ায় সককেই করিনা, অমৃতা, অনুষ্কা সকলকেই অনেক শুভেচ্ছাবার্তা জানাচ্ছে। ভবিষ্যৎ স্টার দের দেখার জন্য ফ্যানেরা উৎসুক হয়ে রয়েছে।