অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, আলোচনার এটাই সেরা সময় বললেন মোদি

করোনার দাপটে পৃথিবীর প্রায় সমস্ত দেশেই চলছে লকডাউন। কিন্তু এরমধ্যেই বাণিজ্য নিয়ে নতুন দিশা দেখাল অস্ট্রেলিয়ার সাথে ভার্চুয়াল সামিট। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিপাক্ষিক বৈঠকে পরস্পরের মুখোমুখি হয়েছিলেন মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। বৈঠক শেষে মোদী বলেন ” খুব ভালো আলোচনা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে ভারত অস্ট্রেলিয়ার সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে”।

কয়কদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন কে টুইট করেছিলেন এবং সেখান থেকেই চার জুনের এই বৈঠকের সম্পর্কে জানা যায়। এর আগে দুজনের সশরীরে দেখা হলেও বর্তমান করোনা পরিস্থিতির জন্য বৈঠক সারতে হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান ” ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে একটি দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠেছে, এবং পারস্পরিক সহযোগিতা এই সম্পর্ককে আরও মজবুত করবে”। তবে শুধু ভারত ও অস্ট্রেলিয়ার জন্যই এই সম্পর্ক গুরুত্বপূর্ণ নয়, বর্তমানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে গড়ে ওঠা যে টানাপোড়েন সেখানেও এই সম্পর্কের একটা বিরাট ভূমিকা থাকবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনও মোদিকে বিশেষ বন্ধু হিসেবে উল্লেখ করেছেন, এবং প্রযুক্তির পথ প্রদর্শক হিসেবেও সম্বোধন করেছেন।

বৈঠক শেষে মরিসন জানান ” এই অতিমারির পরিস্থিতির মধ্যে ভারত একটি ইতিবাচক শক্তি হিসেবে উঠে এসেছে। আমাদের উচিত ভারত-অস্ট্রেলিয়ার এই দ্বৈত সম্পর্ককে আরও মজবুত করা, প্রযুক্তির পথপ্রদর্শক ভারত যা আজকের দিনে ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক”। এই বৈঠকে দু’দেশের মধ্যে সমুদ্র বাণিজ্য প্রসঙ্গেও কথা হয়েছে।

গত দেড় বছরের মধ্যে দুই রাষ্ট্রনায়ক এর চারবার সাক্ষাৎ হয়েছে। এবং গত বছর ওসাকায় জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনে মোদির সাথে একটি সেলফি ও তুলেছিলেন মরিসন।

Leave a Comment