সোমবার থেকে কি আবার লকডাউন?

রবিবার শেষ হচ্ছে চতুর্থ দফার লকডাউন, এরপর কেন্দ্রের পদক্ষেপ কি হবে সেই ব্যাপারে আজ নিজের বাসভবনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে নিয়ে একদফা বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এই বৈঠকের সিদ্ধান্ত আশা করা যাচ্ছে রবিবার জানানো হবে। স্বাস্থ্যমন্ত্রকের খবর অনুযায়ী লকডাউন সম্পূর্ণ প্রত্যাহার করলে দেশে করোনা পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল হবে। অর্থনীতির কথা মাথায় রেখে কন্টেনমেন্ট জোনে যে কোনো শিথিলতার বিরোধী স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

লকডাউন প্রশ্নে সমস্ত রাজ্যের সাথে কথা বলেন অমিত শাহ, সূত্রের মতে সমস্ত বিজেপি শাসিত রাজ্য কেন্দ্রের নির্দেশ মানতে রাজি, ইতিমধ্যেই ওড়িশা, তেলেঙ্গানা কেন্দ্রের নির্দেশ মানতে রাজি হয়েছে, হিমাচল প্রদেশ বেশ কিছু জেলায় লকডাউন বাড়িয়েছে। মুম্বাইয়ে পরিস্থিতি সঙ্কটজনক তাই মহারাষ্ট্র লকডাউন এর পক্ষে, এদিকে সম্পূর্ণ ভাবে লকডাউন তোলার বিপক্ষে পশ্চিমবঙ্গ। ব্যাবসায়ীদের স্বার্থে মল খোলার পক্ষে সওয়াল হলেও, স্কুল, কলেজ বন্ধ রাখার পক্ষপাতী দিল্লী।

মেট্রো এবং লোকাল ট্রেন চালুর বিপক্ষে একাধিক রাজ্য কারণ তাদের মতে লোকাল ট্রেন বা মেট্রো চালু করলে করোনা পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে।

বিশেষজ্ঞদের একাংশের মতে স্থানীয় রোগে পরিণত না হওয়া অব্দি করোনা সংক্রমণ জারি থাকবে তাই তার জন্য অনির্দিষ্ট কাল লকডাউন চালিয়ে যাওয়া অসম্ভব, কিন্তু লকডাউন ঘোষণার ৭০ দিনের মাথায় সংক্রমণ যেভাবে লাফিয়ে বাড়ছে তাতে লকডাউন তুলে নিলে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে পারে। এর মধ্যে পরিযায়ী শ্রমিকেরা আরো চিন্তা বাড়াচ্ছে, তাই সম্পূর্ণ লকডাউন তোলার বিরোধী স্বাস্থ্যমন্ত্রক।

Leave a Comment