সামনেই প্রেসিডেনশিয়াল ইলেকশন আমেরিকায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধী ডেমোক্রেট সদস্য জো বাইডেন। ইতিমধ্যেই প্রেসিডেনশিয়াল ডিবেটে দু’পক্ষের মধ্যে যথেষ্ট পরিমাণে কাদা ছোড়াছুড়ি হয়েছে। তবে প্রেসিডেনশিয়াল ইলেকশনের আগে বড়সড় ধাক্কা খেলো ডোনাল্ড ট্রাম্প। এ কদিন তিনি দাবী করে এসেছেন, করোনার টিকা তৈরি থাকবে পয়লা নভেম্বর এর আগে কিন্তু এদিন মডার্না থেরাপিউটিক্স -এর তরফে জানিয়ে দেওয়া হয় যে টিকার ছাড়পত্র ২৫ নভেম্বরের আগে মেলা সম্ভব নয়।
বুধবার সংসদের চিফ এক্সিকিউটিভ অফিসার স্টেফানি বানসাল জানান ২৫ নভেম্বরের আগে কোনমতেই তারা টিকার ছাড়পত্র আনতে পারবেন না। তিনি জানান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এর তরফে ইতিমধ্যেই টিকার ছাড়পত্র পদ্ধতিকে ত্বরান্বিত করা হয়েছে কিন্তু খুব তাড়াতাড়ি হলেও ২৫ নভেম্বরের আগে কোনোমতেই তা আনা সম্ভব না।
এফডিএ-এর শর্ত অনুযায়ী পরীক্ষাধীন সয়ংসেবকদের অন্তত দুমাস কড়া নজরদারির মধ্যে রাখতে হবে। বানসাল জানান “এফডিএ-এর শর্ত অনুযায়ী নভেম্বরের মাঝামাঝির আগে অনুমোদন পাওয়া সম্ভব নয় “। মডার্নার এই ঘোষণার ফলে ডোনাল্ড ট্রাম্পের ভোটের তুরুপের তাস, করোনার টিকা যথেষ্ট ধাক্কা খেলো।
করোনার ১১টি টিকা এই মুহূর্তে শেষ পর্যায়ের পরীক্ষায় রয়েছে, এবং আমেরিকার মডার্না এর মধ্যে অন্যতম। মডার্নার টিকাটি ইতিমধ্যেই ১৫ হাজার স্বেচ্ছাসেবকের ওপর প্রয়োগ করা হয়েছে।