রেশনে কম খাদ্যশস্য, ডিলারের বাড়িতে হামলা মুর্শিদাবাদে

বেশ কয়েকদিন থেকেই মুর্শিদাবাদের সালারের পুনশ্রী গ্রামে রেশন নিয়ে ক্ষোভ জমছিল সাধারণ মানুষের মনে, কম এবং খারাপ গুণগত খাদ্যশস্য দেওয়ার অভিযোগে এদিনে সকালে পুনশ্রী গ্রামের রেশন ডিলার হালিম শেখের বাড়ির সামনে ঘেরাও করে উত্তেজিত জনতা এবং বচসার পর তারা হালিম শেখের বাড়ি ভাঙচুর করে বাড়ির একাংশে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে এলাকায় পৌছায় বিশাল পুলিশ বাহিনী। গ্রামবাসীদের ছত্রভঙ্গ করে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে তারা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে যে ওই ডিলার কে আপাতত সাসপেন্ড করা হয়েছে এবং তদন্তের স্বার্থে আটক করা হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় এদিন সকালে সালারের শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের পুনশ্রী গ্রামে, স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী লকডাউনের পর থেকেই রেশন ডিলার হালিম শেখ মানুষকে নির্ধারিত খাদ্যশস্য দিছিলো না এবং যাওবা দিছিলো তার গুণগত মান ছিল অনেক খারাপ। এনিয়েই কয়েকশো গ্রামবাসি হালিম শেখের বাড়ির সামনে জমায়েত হন, ক্রমে উত্তেজিত জনতার সাথে হালিম শেখের পরিবার জড়িয়ে পড়ে বচসায়, এবং তারপর উত্তেজিত জনতার একাংশ হালিম শেখের বাড়ি লক্ষ করে ছুড়তে থাকে ইট। কিছুলোক হালিমের বাড়িতে ঢুকে রেশনের জিনিস লুঠ করার চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে।

ইতিমধ্যে হালিম শেখ পুলিশের সাহায্য চাইলে সালার থানার ওসির নেতৃত্বে বাহিনী পৌছায় গ্রামে, কিন্তু গ্রামবাসীরা তাদের ঢুকতে না দিয়ে তাদের ঘিরে বিক্ষোভ দেখান, এরপর সালার থানার ওসি কে উদ্ধার করতে বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন কান্দির এসডিপিও। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে পুলিশ।

তবে জেলা প্রশাসন থেকে জানানো হয় যে ওই রেশন ডিলারের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং আপাতত সাসপেন্ড করা হয়েছে তাকে।

Leave a Comment