মামলায় এইচ ১-বি

এইচ ১-বি নিয়ে আবার শুরু হল মামলা। সম্প্রতি মার্কিন শ্রম দপ্তর এইচ ১-বি ভিসায় কর্মরতদের বেতন নিয়ে একটি অন্তর্বর্তী নিয়ম লাগু করার কথা বলেছিলো, তারই বিরোধিতায় মোট ১৭ টি মামলা দায়ের হল কলম্বিয়া জেলা আদালতে।

মামলাকারীদের মতে এই অন্তর্বর্তী নিয়মের ফলে এইচ১-বি তে কর্মরতদের সুবিধের থেকে অসুবিধেই হবে বেশি। এই ভ্রান্ত নীতির ফলে লাভের মুখ দেখবে না চাকুরীজীবীরা। তারা বলেন মার্কিন অর্থনীতির ক্ষেত্রেও এই আইন বিপদজনক।

চলতি মাসেই মার্কিন শ্রমদপ্তর এর পক্ষ থেকে এই অন্তর্বর্তী আইন লাগু করার কথা বলা হয়েছিল। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছিল এই আইন লাগু হলে আখেরে লাভ হবে ভিসা ধারীদের। সস্তায় বিদেশি কর্মীদের চাকরিতে নেওয়ায় তাদের বেতন যেন সুরক্ষিত করা যায় এটাই এই আইনের মূল লক্ষ্য। তবে আইন প্রণীত হওয়ার কিছু দিনের মধ্যেই বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা এবং কিছু স্বেচ্ছাসেবী সংস্থা এই আইনকে চ্যালেঞ্জ ছুড়ে আদালতে মামলা দায়ের করে, ফলে স্বভাবতই প্রশ্ন উঠছে এই আইনের কার্যকারিতা নিয়ে। মামলাকারীদের মতে ভিসা ধারীদের সাথে সাথে মার্কিন অর্থনীতিও এই আইনের ফলে লাভবান হবে না, ফলে আইন লাগু পুনর্বিবেচনা করাটাই এই মুহূর্তে শ্রেয়।

Leave a Comment