অভিনেত্রী মানালি মনিষা দে -তো খুবই জনপ্রিয় বিনোদন জগতে। জনপ্রিয় টেলি চ্যানেলে ‘মৌরি’ চরিত্রে অভিনয় করার পরই প্রশংসা কুরিয়ে ছিলেন টেলি জগতে। তারপর একের পর এক সিরিয়ালে মুখ্য চরিত্র ও সিনেমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে তাকে।অভুমন্যু মুখোপাধ্যায় ফিল্ম জগতের বিখ্যাত মুখ। সম্প্রতি দুজনে গাঁটছড়ায় বাঁধা পড়লেন। মানালির বহুদিন আগেই ডিভোর্স হয় গায়ক সপ্তকের সাথে। নতুন জীবনের পথে আবার হেঁটে চলেছেন মানালি। এই লকডাউনের মধ্যেই বিনা আড়ম্বরে একেবারে ঘরোয়া সাজে বিয়ে সারলেন মানালি-অভিমন্যু।
অফিসিয়াল বিয়ে তে অনেকদিন আগেই সেরেছিলেন এই নব-দম্পতি। এবার সামাজিক বিয়ে সারলেন খুবই সংক্ষিপ্তভাবে। লাল টুকটুকে বেনারশী বা মাথার মুকুট কোনটাই ছিলো না বিয়ের সাজে। গোলাপি শাড়ি ও গয়নায় সেজেছিলো কনে মানালি, অন্যদিকে অভিমন্যু-কে দেখা যায় একেবারে ঘরোয়া সাদা পাঞ্জাবী তে। কেবল মালাবদল ও সিঁদূরদানের মধ্যে দিয়েই বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ ও আত্মীয়রা। ছিলেন কিছু ববন্ধু-বান্ধব। সোসাল মিডিয়ায় অভিনেত্রী বিয়ের ছবি পোস্ট করার সাথে সাথেই শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে যায়। সকলেই তাঁদের নব-জীবনের মঙ্গল কামনা করেন।