রাজ্যে করোনা পরীক্ষা কম হচ্ছে বলে কেন্দ্রের অভিযোগের জন্য উল্টে কেন্দ্রকেই দায়ী করলেন মুখমন্ত্রী মমতা ব্যানার্জী। তার মতে রাজ্যের হাতে টেস্ট কীটের অভাব এবং বারংবার চেয়েও কেন্দ্র সেদিকে নজর দিচ্ছে না। রাজ্যের কাছে প্রধানত 3 ধরণের টেস্ট কীট আছে, প্রথমত এন্টিবডি কীট যেটির ব্যাবহারে বারণ করা রয়েছে কেন্দ্র থেকে, দ্বিতীয়টি আরটি পিসিআর কীট, এটিতেও সমস্যার কারণে টেস্ট বন্ধ রাখা হয়েছে, কারণবশত এই কীটে নমুনা সংগ্রহের পরে একটি বিশেষ মাধ্যমে রেখে সেটি পরীক্ষার জন্য নিয়ে যেতে হয়, রাজ্যের দাবি আইসিএমআর এবং নাইসেড সেটি অল্প পরিমানে সরবরাহ করায় এই টেস্ট কীট ব্যবহার করা যাচ্ছে না। তৃতীয়ত আন্টিজেন কীট যেটি গোটা রাজ্যে অনুপস্থিত।
রাজ্য জানিয়েছে রাপিড টেস্টের 10 হাজার কীট ত্রুটিপূর্ণ তারমধ্যে আরএনএ এক্সট্রাক্টরও কম পাঠানো হয়েছে, ভিটিএম যা প্রতিটি পরীক্ষার জন্য দুটি করে লাগে সেটাও কেন্দ্র পাঠিয়েছে মাত্র আড়াইহাজার, রাজ্য বরাত দিয়েছে 45000 এর। রাজ্য জানিয়েছে প্রয়োজনীয় কীট একবারে না পেলে টেস্টিং ব্যবস্থা বার বার থমকে যাচ্ছে।
