ব্রিটিশ মুদ্রায় জাতির জনক?

বর্ণবৈষম্য নতুন কিছু নয়, বহুযুগ ধরে গোটা পৃথিবীতে দাপিয়ে বেড়িয়েছে এই বর্ণ বৈষম্য। প্রথম বিশ্বের দেশগুলির সাথে পিছিয়ে পড়া দেশগুলো কোনোখানেই বাদ যায়নি এই অদ্ভুত বর্ণবৈষম্য প্রথা। সম্প্রতি আমেরিকা জুড়ে এর বিরুদ্ধে আন্দোলন গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, আমেরিকার পূর্ব প্রেসিডেন্ট বারাক ওবামা বারবার বর্ণবৈষম্যের বিরুদ্ধে সরব হয়েছেন। তবে ব্রিটেন এবার বর্ণবৈষম্যের বিরুদ্ধে এক অভিনব পন্থা অবলম্বন করেছে, বিশ্বজুড়ে কৃষ্ণাঙ্গ ব্যাক্তিদের কীর্তিকে উদযাপন করার জন্য তাদের নিয়ে স্মারক মুদ্রা তৈরি করতে চলেছে তারা।

সম্প্রতি বৃটেনের অর্থমন্ত্রী, ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের অফিস থেকে জানানো হয় বিশ্বজোড়া বর্ণবৈষম্যের আবহে এই ধরনের পদক্ষেপ নিতে আগ্রহী ব্রিটিশ সরকার এবং এখানে মহাত্মা গান্ধীর পাশাপাশি দেখা যেতে পারে বিখ্যাত ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ গুপ্তচর নূর ইনায়েত খান কে।

” উই টু বিল্ট ব্রিটেন ” নামক এক প্রচার এর সমর্থনে সুনকের এই উদ্যোগ বলে জানা গিয়েছে। তবে সুনক আগে পূর্বতন অর্থমন্ত্রী সাজিদ জাভেদ গত বছর অক্টোবরে এরকম দাবি তোলেন। “উই টু বিল্ট ব্রিটেন” এর উদ্যোক্তা জেহরা জাহিদীকে চিঠি লিখে সোনক জানান ” কৃষ্ণাঙ্গ এবং এশিয়ার সংখ্যালঘু জনগোষ্ঠী ব্রিটেনকে গড়ে তোলার ইতিহাসে অনেক বড় অবদান রেখে গেছে, ওই সমস্ত জনগোষ্ঠী একত্রিত হয়ে পরবর্তী প্রজন্মের জন্য উন্নত ব্রিটেনের তৈরিতে বিশাল ভূমিকা পালন করেছেন”। ব্রিটিশ মুদ্রায় থিম বাছার দায়িত্বে থাকা রয়াল মিন্ট এ্যাডভাইজারী কমিটি কে ইতিমধ্যেই চিঠি লিখে ঋষি সুনক জানিয়েছেন যাতে তারা মুদ্রার থিম তৈরীর সময় অশ্বেতাঙ্গ জনগোষ্ঠীর এই অভাবনীয় অবদানের কথা মাথায় রাখে।

Leave a Comment