করোনিল’কে প্রতিষেধক হিসেবে দাবি করায় পতঞ্জলিকে ১০ লক্ষ টাকা জরিমানা করল মাদ্রাজ হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদন, গোটা দেশ এখন করোনার জেরে জর্জরিত। করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন আবিষ্কারের জন্য গবেষকরা পরিশ্রম করে চলেছে। যেখানে সমস্ত বিজ্ঞানীরা করোনার ভ্যাকসিন খুঁজে চলেছে সেখানে কিছু মাস আগেই রাতারাতি পতঞ্জলি নিজেদের তৈরি করোনিল’কে কোভিড-১৯ ভাইরাসের প্রতিষেধক হিসেবে দাবি করেছিলেন। এছাড়াও পতঞ্জলির তৈরি এই প্রতিষেধক নিয়ে নানা অভিযোগ শোনা যাচ্ছিল। ফলে বাবা রামদেবের সংস্থা পতঞ্জলিকে ১০ লক্ষ টাকা জরিমানা করল মাদ্রাজ হাইকোর্ট।
হাইকোর্টের বিচারক সিভি কার্তিকেয়ন বলেন, “পতঞ্জলির দাবি, ওঁরা ১০ হাজার কোটি টাকার সংস্থা। অথচ সাধারণ মানুষের মনে করোনা নিয়ে ভয়-আতঙ্ককে কাজে লাগিয়ে অতিরিক্ত লাভের মুখ দেখতে চাইছে। করোনাভাইরাসের ওষুধ বলে যেটি তারা দাবি করছে, সেই করোনিল ট্যাবলেট করোনা সারাতে পারে না। এটি শুধু সর্দি, কাশি ও জ্বরের বিরুদ্ধে ইমিউনিটি বাড়ায় মাত্র। ট্রেড-মার্ক রেজিস্ট্রি অফিস থেকে অতি সহজেই যাচাই করে নেওয়া যেত। যদি তারা তা যাচাই না করে থাকে বা যাচাই করার পরেও এই নাম ব্যবহার করে থাকে তা হলে কোনও ভাবেই তা হাল্কাভাবে নেওয়া যায় না। “
জরিমানার পাশাপাশি পতঞ্জলি’-র ওষুধে ‘করোনিল’ নামটি ব্যবহার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানা গেছে, চেন্নাইয়ের এক সংস্থা পতঞ্জলির এই ‘করোনিল’ নামের ব্যবহার নিয়ে আদালতে মামলা করে বলেছিল, গত ১৯৯৩ থেকে তারা এই ট্রেডমার্ক ব্যবহার করছে। কিন্তু তাদের প্রশ্ন পতঞ্জলি এই ট্রেডমার্ক ব্যবহার করে কিভাবে? অভিযোগ খতিয়ে দেখেই পতঞ্জলিকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।