আজ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক হয়, বিষয়বস্তু অবশ্যই লকডাউন সম্পর্কিত পরিকল্পনা। বৈঠকে পশ্চিমবঙ্গের তরফে উপস্থিত থাকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানান এই দিন লকডাউন বাড়বে কিনা সেটা নিয়ে আলোচনা হয়নি, তাঁর মতে “লকডাউনের সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র, তবে প্রধানমন্ত্রীর শরীরী ভাষা দেখে মনে হোলো এই অবস্থা চলবে, তাই আমরাও প্রস্তুতি রাখছি “।
ইতিমধ্যেই রাজ্যকে রেড, অরেঞ্জ এবং গ্রীন জোনে ভাগ করা হয়েছে এবং পুলিশ প্রশাসন সেটা নিজেদের মতো সামলাচ্ছেন তবে এবার মুখ্যমন্ত্রী বলেন এই তথ্য জনসমক্ষে আনাহবে যাতে মানুষ আরো সচেতন হতে পারে। তিনি জানান রেড জোনে বাড়ি থেকে বেরোনো একেবারেই নিষেধ, খাওয়ার দেওয়ার হোম ডেলিভারি মাধ্যমে পাওয়া যাবে, তবে গত ২১ দিনে যেখানে সংক্রমণ হয়নি সেগুলো গ্রীন জোনে তালিকাভুক্ত করা হবে। তিনি সবাইকে ২১ মে পর্যন্ত সাবধানে চলতে অনুরোধ করেন।
মুখ্যমন্ত্রী, কেন্দ্রের সিদ্ধান্তে স্বচ্ছতার অভাব অভিযোগ করে বলেন, কেন্দ্রের দোকান খোলার সার্ক্যুলার দিলে লোক রাস্তায় নামবেই, তাই কেন্দ্রের কাছে আরো স্পষ্ট সার্ক্যুলার দাবি করা হয়েছে।
মুখ্যমন্ত্রী এদিন আরো জানান রাজ্যের লাখ লাখ মানুষকে কোয়ারেন্টাইন রাখার জন্য সরকারের কিছু সীমাবদ্ধতা আছে তাই তিনি মানুষকে প্রয়োজনে ঘরেই কোয়ারান্টিনে থাকার পরামর্শ দেন এবং বলেন এক্ষেত্রে টেলিফোনে তাদের স্বাস্থ সম্মক পরামর্শ চিকিৎসকেরা দিতে পারবেন।