প্রথমদিনের মতো দ্বিতীয় লকডাউনেও ড্রোনের সাহায্যে চলছে নজরদারি, সকাল থেকেই শুনশান শহর
নিজস্ব প্রতিবেদন, করোনা সংক্রমণ রুখতে রাজ্যজুড়ে সপ্তাহে দু’দিন লকডাউনের ঘোষণা করেছে সরকার। সপ্তাহের আজ ‘দ্বিতীয় লকডাউন’। প্রথমদিনের মতোই আজও রাস্তা বেশ ফাঁকা। ড্রোনের সাহায্যে নজরদারি রাখা হচ্ছে। বন্ধ কলকাতা বিমানবন্দরও। বিমানবন্দর সূত্রে খবর, আগামী সপ্তাহেও লকডাউনের দিন বন্ধ থাকবে উড়ান। যদিও লকডাউনের প্রথমদিন অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা চালু ছিল।
রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে পুলিশ। কেউ বেরোলেই চলছে জিজ্ঞাসাবাদ। কোনও গাড়ি বেরোতে দেখলেই পুলিশ সেই গাড়ি আটকে দিচ্ছে। বেরোনোর তেমন কারণ না বলতে পারলে ফের বাড়ি পাঠানো হচ্ছে। দেখার বিষয় আজ সারাদিন কিরকম পরিস্থিতি থাকবে কলকাতা সহ অন্যান্য শহরগুলোতে? কতটা লকডাউন মানবে রাজ্যবাসী? যদিও পুলিশের হাত থেকে বাঁচার রেহাই নেই। কড়া নজরদারি চলছে সমস্ত এলাকায়। প্রথম দিনের মতোই লকডাউন অমান্যকারীদের শাস্তিও পেতে হতে পারে।
লকডাউনের বিধি মানা হচ্ছে কিনা তা দেখতে আজ সকাল সাড়ে ৮টা নাগাদ গড়িয়াহাটে ড্রোন ওড়াল পুলিশ। আশপাশের গলি, এলাকায় নজরদারি চালাতে আকাশে ওড়ানো হয়েছে ড্রোন। উপস্থিত কলকাতা পুলিশের আধিকরিকরা। লকডাউন বিধি অমান্য করে রাস্তায় বেরোনোয় আজ সকাল ৮টা নাগাদ বাগুইআটি থানার পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে। ওই এলাকায় লকডাউন কার্যকর করার জন্য রাস্তায় রাস্তায় চলছে পুলিশের টহল। সকালের দিকে কিছু দোকান খুলতে দেখা যায়। ওষুধের দোকান ছাড়া সেসকল দোকান বন্ধ করে দেয় পুলিশ। হাওড়া, কলকাতার কোনায় কোনায় প্রশাসনের চলছে কড়া নজরদারি।