‘প্রয়াত সংগীতশিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যমকে ভারতরত্ন দেওয়া হোক’ : অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী

প্রয়াত সংগীতশিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যমকে ভারতরত্ন দেওয়া হোক’ : অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন, করোনামুক্ত হয়েও শেষরক্ষা হল না। সম্প্রতি চলে গেলেন সংগীতশিল্পী এসপি বালসুব্রহ্মণ্যম। গত শুক্রবার দুপুর ১টা ৪ মিনিটে প্রবাদপ্রতীম সঙ্গীতশিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। শিল্পীর মৃত্যুতে দেশের সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া। অসাধারণ গায়ক ছিলেন তিনি। তাঁর মুগ্ধ কণ্ঠের জন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারতরত্ন দেওয়ার অনুরোধ জানান। নরেন্দ্র মোদিকে চিঠি লিখে এস পি বালাসুব্রহ্মণ্যমকে ভারতরত্ন দেওয়ার কথা বলেন।

চিঠিতে তিনি লেখেন, “সঙ্গীত ও শিল্প ক্ষেত্রে এসপিবির অসামান্য অবদানের জন্য তাঁকে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন দেওয়ার অনুরোধ করছি। লতা মঙ্গেশকর, ভূপেন হাজারিকা, এমএস শুভলক্ষ্মী, বিসমিল্লা খান ও ভীমসেন যোশীর মত গায়কগায়িকারা এই সম্মানে ভূষিত হয়েছেন। বিভিন্ন ভাষায় ৪০,০০০-এর বেশি গান গেয়েছেন তিনি।” উল্লেখ করেন এসপিবির অন্যান্য পুরস্কারের কথাও। তাঁর আজীবনের কৃতিত্ব বর্ণনা করে মুখ্যমন্ত্রী লেখেন – মাতৃভাষা তেলুগু, তামিল, কন্নড় , মালায়ালাম এবং হিন্দিতে চল্লিশ হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন বালসুব্রহ্মণ্যম। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সম্মানিত হয়েছেন ছয়বার। এছাড়াও অন্ধ্র প্রদেশের অন্যতম সম্মান নন্দী পুরষ্কার পেয়েছেন ২৫ বার।৬ বার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। তেলুগু ছবিতে তাঁর অবদানের জন্য পেয়েছেন অন্ধ্র প্রদেশের নন্দী পুরস্কার, কর্নাটক ও তামিলনাড়ুর অসংখ্য সরকারি পুরস্কার পেয়েছেন। ২০০১-এ তিনি পদ্মশ্রী পেয়েছেন, ২০১১-য় পেয়েছেন পদ্ম ভূষণ পুরস্কার।

রেড্ডি জানান, অন্ধ্রের নেল্লোরে বালাসুব্রহ্মণ্যম জন্ম নিয়েছিলে, তাই গোটা অন্ধ্রবাসী গর্বিত। তাঁর অকালপ্রয়াণ দেশ ও আন্তর্জাতিক সঙ্গীত জগতের পক্ষেও বড় আঘাত। তাঁর অগণিত অনুরাগী ও তারকাদের কাছে অত্যন্ত শোকের খবর। যেভাবে সারা বিশ্ব থেকে তাঁর জন্য শোকবার্তা আসছে তাতে বোঝা যায়, তাঁর কতটা প্রভাব ছিল।এসপিবির পাঁচ দশকের বেশি ব্যাপ্ত সঙ্গীতজীবনকে স্বীকৃতি দেওয়ার এটাই শ্রেষ্ঠ উপায়, এভাবে তিনি থেকে যাবেন সকলের স্মৃতিতে।

Leave a Comment