এবার ফৌজে বিদেশি কুকুরের বদলে আসছে পাড়ার লালু-ভুলুরা

এবার ফৌজে বিদেশি কুকুরের বদলে আসছে পাড়ার লালু-ভুলুরা

নিজস্ব প্রতিবেদন, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীতে বিদেশি কুকুরের বদলে দেশি কুকুর ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে দেশি কুকুরদের প্রশিক্ষণ। প্রথম কেন্দ্রীয় বাহিনী হিসেবে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ এই প্রশিক্ষণ শুরু করেছে। এনডিআরএফের অষ্টম ব্যাটেলিয়নের সদর দপ্তর গাজিয়াবাদে চলছে সারমেয় বাহিনীর প্রশিক্ষণ। বিদেশী কুকুর আনতে লক্ষ লক্ষ টাকা খরচ হত। এবার উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দেশি কুকুরকেই গড়ে-পিটে নেওয়া হবে।

বিদেশী কুকুর আনতে লক্ষ লক্ষ টাকা খরচ হত। এবার উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দেশি কুকুরকেই গড়ে-পিটে নেওয়া হবে। মার্কিন নেভি সিলের কম্যান্ডো, লাদেন ঘাতক বেলজিয়ান ম্যালিনয় প্রজাতির কায়রো কিংবা ডেল্টা ফোর্সের সদস্য আল বাগদাদি ঘাতক কোনানের মতো খ্যাতি ব্লেজ, টাইগারের নেই। তাদের তেজ, ক্ষিপ্রতা কিংবা ক্ষমতাও বিদেশি কোনও স্নিফার ডগের চেয়ে কম যায় না, তারও প্রমাণ মিলতে চলেছে দ্রুত।প্রথম পর্যায়ে ছ’টি কুকুরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে কুকুরগুলি পাঠানো হবে বিভিন্ন রাজ্যে। প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত এবং লোকাল ভোকাল পদক্ষেপের আওতায় এই উদ্যোগ। এমনটাই জানিয়েছেন এনডিআরএফের অষ্টম ব্যাটেলিয়নের কম্যান্ডান্ট পি কে তিওয়ারি৷

পেটা-র পূর্বাঞ্চলীয় শাখার প্রতিনিধি বিয়াস মুখোপাধ্যায় বলেন, “বেঙ্গালুরু পুলিশ কিছু দিন আগেই ছ’টি দেশি কুকুরকে তাঁদের বাহিনীতে নিয়েছেন। এমন উদ্যোগ আরও বেশি করে নেওয়া উচিত। ঠিকমতো যত্ন করলে দেশি কুকুররাও যথেষ্ট শক্তিশালী ও কর্তব্যপরায়ণ হতে পারে, তা প্রমাণিত। আধা-সামরিক বাহিনীর এই উদ্যোগ প্রশংসনীয়।” জানা গিয়েছে, দেশি কুকুরদের প্রশিক্ষণে কাজে লাগানো হচ্ছে বিদেশি কুকুরদেরও৷ এরফলে দেশি কুকুর অনেক তাড়াতাড়ি প্রশিক্ষণ নিতে পারছে৷ দ্বিতীয়ত, বিদেশি কুকুরদের সঙ্গে প্রশিক্ষণ নেওয়ায় তাদের মধ্যে একটি প্রতিযোগিতামূলক মনোভাবও তৈরি হচ্ছে। এই মনোভাব দেশি কুকুরের উৎকর্ষ বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার করছে এনডিআরএফ। তাই বাহিনীর পরিকল্পনা আপাতত গাজিয়াবাদে দেশি কুকুরের প্রশিক্ষণ সীমাবদ্ধ থাকলেও পরে দেশের বিভিন্ন প্রান্তে প্রশিক্ষণ দেওয়া হবে টমি-জিমিদের৷ এরূপ সিদ্ধান্তে খুশি পশুপ্রেমীরাও।

এক কুকুরপ্রেমী স্নিগ্ধা সরকারের কথায়, “দেশি কুকুরদের বেশির ভাগই পথে জন্মায়, পথেই মারা যায়। তবে এ দেশের আবহাওয়ায় এদের মতো শক্তপোক্ত আর কেউ নয়। তাই উপযুক্ত প্রশিক্ষণ পেলে এরা কারও চেয়ে কম যাবে না।” এনডিআরএফের ব্যাটেলিয়নের সারমেয় বাহিনীর প্রশিক্ষণের দায়িত্বে থাকা আধিকারিক সন্দীপ কুমারের কথায়, “টানা ৪০ সপ্তাহ প্রশিক্ষণ শেষ করে অপারেশনে নামার জন্য তৈরি দু’টি দেশি কুকুর৷ তাদের নাম রাখা হয়েছে ব্লেজ ও টাইগার।”

Leave a Comment