ভারতীয়দের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল কুয়েত, কর্মক্ষেত্রেও বহু ভারতীয়দের ছাটাইয়ের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদন, ভারতীয়দের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল এবার কুয়েত। শুধু ভারত নয় পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা সহ বহু দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হল। এরফলে প্রায় কয়েক লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়বে। পাশাপাশি বিমান পরিষেবাও বন্ধ করল কুয়েত। বহু ভারতীয় কুয়েতে কাজ করেন।এই করোনা আবহে বহুজন বাড়ি ফিরে এসেছেন। কিন্তু হঠাৎ কুয়েতের এই সিদ্ধান্ত সেইসব নাগরিকদের জন্য বেশ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিনা প্রবেশে তারা সকলেই কর্মহীন হয়ে পড়বে। আর এই অতিমারীর জেরে অন্য জায়গায় কাজ পাওয়ায় বেশ কঠিন।
এ বিষয়ে ভারতের বিদেশমন্ত্রক অবগত। এ বিষয়ে আলোচনা চলছে। কুয়েতে ভারতীয়দের জন্য নতুন আইন আনা হয়েছে। যেখানে বলা হয়েছে, কুয়েতে কর্মরত ভারতীয়দের সংখ্যা ১৫ শতাংশ করে দেওয়া হবে। সাথে শ্রীলঙ্কা ও ফিলিপিন্সের মতো দেশগুলির জন্য ১০ % করে দেওয়া হয়েছে। আর পাকিস্তান, বাংলাদেশ, নেপালের জন্য ৫% রাখা হয়েছে।
কুয়েতে জনসংখ্যা ৪৫ লক্ষ, এরমধ্যে সেখানকার নাগরিক মাত্র সাড়ে ১৩ লক্ষের কাছাকাছি। কুয়েতে ভারতের প্রায় ১০ লক্ষ মানুষ কাজ করেন। যদি এই নতুন নিয়ম চালু হয় তাহলে প্রায় ৮ লক্ষ মানুষকে দেশে ফিরে আসতে হবে অর্থাৎ ৮ লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়বে। শোনা যাচ্ছে, কুয়েতে বিমান সংস্থাগুলি ভারতে বিমান পরিষেবা শুরু করতে চায়। কিন্তু ভারত তা দিচ্ছে না, তাই সেই টানাপোড়েনের জেরেই হয়তো ভারতীয়দের জন্য এই নতুন নিয়ম চালু করতে চাইছে কুয়েত।