অপেক্ষা আর মাত্র ৭৩ দিন! বাজার আসছে করোনা ভ্যাকসিন
নিজস্ব প্রতিবেদন, অপেক্ষা আর মাত্র ৭৩ দিনের। তারপরই ভারতের বাজারের আসতে চলেছে করোনা টিকা। ট্রায়ালে সাফল্যে এলেই বাজারে আসবে করোনার ভ্যাকসিন। এবং সরকারের অনুমতি পাওয়ার পরই সেই ভ্যাকসিন পাবে সাধারণ মানুষ। আজ সকালে একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছিল মাত্র ৭৩ দিনে ভারতের বাজারে অক্সফোর্ডের টিকা কোভিশিল্ড নিয়ে আসবে সেরাম ইনস্টিটিউট। কিন্তু সংস্থার তরফে জানিয়ে দেওয়া হল, একমাত্র ট্রায়ালে সাফল্য আসার পরই এই প্রতিষেধক বাজারে আসবে। তার আগে নয়। করোনা ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার এক আধিকারিক শনিবার জানিয়েছেন, তাঁদের তৈরি করা কোভিড-১৯ ভ্যাকসিন কোভিশিল্ড সংক্রান্ত যাবতীয় পরীক্ষার কাজ আগামী ৫৮ দিনের মধ্যেই শেষ হয়ে যাবে।
ওই আধিকারিক জানান, মানবদেহে করোনা টিকা পরীক্ষার (হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল) দু’দফার কাজ সফল ভাবে শেষ হয়েছে। তৃতীয় তথা চূড়ান্ত পর্যায়ের কাজ শুরু হয়েছে। মুম্বই, পুণে, আমদাবাদ-সহ দেশের ২০টি শহরে দেহে প্রথম ডোজটি দেওয়া হয়েছে শনিবার। ২৯ দিন পরে ১,৬০০ জন স্বেচ্ছাসেবকের দ্বিতীয় ডোজটি দেওয়া হবে। পরীক্ষার ফল জানতে অপেক্ষা করতে হবে আরও ১৫ দিন। তবে করোনা টিকার উৎপাদন ও বণ্টনের কাজের রূপরেখা ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।আরও জানা গিয়েছে, আগামী বছর জুন মাসের মধ্যেই ৬৮ কোটি কোভিড ভ্যাকসিন প্রস্তুত করার লক্ষ্যমাত্রা নিয়েছে ওই সংস্থা। আর সেই ভ্যাকসিন সাধারণ মানুষের উপর সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োগ করা হবে বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে।
কোভিশিল্ড ভ্যাকসিনের পরীক্ষা কাজ দ্রুত করা শুরু হয়েছে। কোভিশিল্ড ভ্যাকসিনটি ১৭ টি কেন্দ্রে ১৬০০ জনের মধ্যে পরীক্ষা করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রের প্রায় ১০০ জনকে করোনার ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অ্যাস্ট্রা জেনিকা (Astra Zeneca) নামের একটি সংস্থা থেকে এই ভ্যাকসিন তৈরির সত্ত্বা কিনেছে সিরাম ইনস্টিটিউট। এর ফলে, ভারত এবং ৯২ টি দেশে এই করোনার টিকা বিক্রি করতে সক্ষম হবে সিরাম ইনস্টিটিউট।