Zoom-কে চ্যালেঞ্জ জানিয়ে রিলায়েন্স আনছে JioMeet

লকডাউন এর জেরে আমরা সবাই গৃহবন্দী | এমতাবস্থায় আমাদের আপনজনদের সাথে যোগাযোগের সেরা মাধ্যম ভিডিও কলিং, যা আবার শিক্ষক ছাত্র-ছাত্রীদের কাছে পড়াশোনার এক অন্যতম হাতিয়ার | এক্ষেত্রে সর্বাধিক জনপ্রিয় অ্যাপ হলো Zoom আর তারপরেই রয়েছে Google Duo |
তাই এবার Zoom, গুগল ডুয়োর মতো ভিডিয়ো কলিং অ্যাপগুলির জনপ্রিয়তা দেখে ওই ব্যাবসায় নামতে চলেছে রিলায়েন্স গোষ্ঠী | চলতি সপ্তাহেই JioMeet (জিও মিট) এর ঘোষণা করেছে মুকেশ অম্বানির সংস্থা (Reliance) । লঞ্চ তারিখ ঘোষণা না করেই শিগগিরই নয়া ভিডিয়ো কলিং অ্যাপ্লিকেশনে লঞ্চ হবে বলে জানানো হয়েছে রিলায়েন্স গোষ্ঠীর তরফ থেকে।

অ্যান্ড্রয়েড ও iOS- দুই প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাবে JioMeet অ্যাপ্লিকেশন। সংস্থার দাবি, ভিডিয়ো কলিংয়ে HD অভিজ্ঞতার স্বাদ থাকবে এই অ্যাপ। সাইন আপ না করতে চাইলে, গেস্ট হিসেবেও অংশ নিতে পারবেন ইউজাররা। এছাড়াও OTP-র মাধ্যমেও লগ ইন করা যাবে। জানা গেছে, JioMeet-এর বিজনেস প্ল্যানের মাধ্যমে একসঙ্গে ১০০ জনের সঙ্গে ভিডিয়ো কল করা যাবে।

রিলায়েন্সের তরফে JioMeet সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ্যে না আনা হলেও টেক জায়ান্ট ফেসবুকের সাথে চুক্তির পর এই ঘোষণা নিয়ে আগ্রহ বেড়েছে।

Leave a Comment