নৌসেনা কি যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলল চিনপিং

ভারতের সাথে লাদাখ সীমান্ত নিয়ে চীনের উত্তেজনা এখনো প্রশমিত হয় নি। দুপক্ষই নিজেদের অধুনা অবস্থান থেকে সরতে নারাজ। তারমধ্যে গালওয়ান উপত্যকা কে কেন্দ্র করে হয়ে গেছে বেশ কয়েকবার হাতাহাতি। ভারত-চীন সীমান্তে এখনো অব্দি গুলি না চললেও সেখানকার অবস্থা যথেষ্ট উত্তেজনাপূর্ণ, ঠিক এমত অবস্থায় চীন নৌবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলল চীনের প্রেসিডেন্ট চিনপিং।

গত মঙ্গলবার গুয়াংডং প্রদেশের একটি নৌ সেনা ঘাঁটি পরিদর্শনে গিয়েছিলেন তিনি, সেখান থেকেই নৌসেনার উদ্দেশ্যে এই আহ্বান করেন, তিনি বলেন “নিজেদের সার্বভৌমত্ব রক্ষার্থে যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত থাকুন”। তবে বিশেষজ্ঞদের একাংশের ধারণা চীনপিং এর এই সাবধান বাণী ভারতকে উদ্দেশ্য করে বলা নয়, বরং তাদের লক্ষ্য আমেরিকা। বলাই বাহুল্য তাইওয়ান কে নিয়ে আমেরিকা এবং চীনের মধ্যে সম্পর্ক যথেষ্টই খারাপ হয়েছে, এছাড়াও দক্ষিণ চীন সাগরে চীনের দাদাগিরি নিয়ে আমেরিকার সবসময় বিরোধিতা করে এসেছে। চীনের, জাপানের ওপর চাপ সৃষ্টির ফলেও ক্ষুব্ধ হয়েছে আমেরিকা। নিজেদের নৌবহরের একাংশকে দক্ষিণ চীন সাগরে মোতায়ন করেছিল মার্কিন সরকার এমনকি তাইওয়ানের প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজের প্রবেশ চীন মোটেই ভাল চোখে দেখেনি। চীনের স্টার থিয়েটার কমান্ডের মুখপাত্র কর্নেল চুং হুই সম্প্রতি ওয়াশিংটনের উদ্দেশ্যে বলেন ” তাইওয়ান প্রণালীকে বিব্রত করা থেকে আমেরিকার নিজেকে সংযত করা উচিত”। তবে আমেরিকাও আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে চীনের এই হুমকির প্রত্যুত্তর দিয়েছে। সম্প্রতি চীনের বাড়বাড়ন্ত রক্ষার জন্য ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার উদ্যোগে তৈরি হয়েছে কোয়াড গ্ৰুপের।

Leave a Comment