চীনের আগ্রাসন নিয়ে ভারতের পাশে থাকার অঙ্গীকার জানালো জাপান

আমেরিকা, রাশিয়া ও জার্মানি এর আগে নিজেদের সমর্থন জানিয়েছিল ভারতের প্রতি। মূলত চিনা আগ্রাসনের বিরুদ্ধে এই তিনটি শক্তিধর দেশই যে ভারতের পাশে সেটা পরিষ্কার হয়ে গেছিল অনেকদিন আগেই, সামরিক চুক্তি গুলো নিয়ে ইতিমধ্যেই রাশিয়া, ইসরাইল এবং ফ্রান্স ভারতের পাশে দাঁড়িয়েছে। রাশিয়ান ফাইটার প্লেন, ইসরাইলের গ্রাউন্ড টু এয়ার মিসাইল সিস্টেম এবং ফ্রান্সের বিখ্যাত রাফাল ফাইটার এই সমস্ত কিছুই যে চুক্তির সময়সীমার আগেই ভারতকে পাঠানোর সিদ্ধান্ত তারা নিয়েছেন সেটা তারা জানিয়েছেন। আমেরিকা ইতিমধ্যেই তাদের স্টেলথ পঞ্চম জেনারেশন এফ-৩৫ ফাইটার প্লেন ভারতে রপ্তানি করার কথা চিন্তা করছে, ঠিক এরকম অবস্থায় ভারতের পাশে দাঁড়ালো আরেক মিত্রদেশ জাপান। শুক্রবার ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাতোশি সুজুকি স্পষ্ট জানিয়ে দেন সীমান্ত রেখা বরাবর তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতি একতরফা সৃষ্টি, এবং জাপান্সিটি কে সমর্থন করে না।

এদিন ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন ভারতে জাপানের রাষ্ট্রদূত সাতোশি সুজুকি, এবং তারপর তিনি টুইট করেন ” ভারত সরকার যে বিষয়টি শান্তিপূর্ণভাবে মিটিয়ে নেওয়ার নীতি নিয়েছেন সেটি জানতে পারলাম। সীমান্তে স্থিতাবস্থা বিঘ্নিত হওয়ার যে কোন একতরফা পদক্ষেপ বাঞ্ছনীয় নয় এবং জাপান এর বিরোধিতা করে”।

এর আগেও জাপানি বিদেশমন্ত্রক বারবার জানিয়ে এসেছে যে বিষয়টি আলোচনার মাধ্যমে দুপক্ষেরই মিটিয়ে ফেলা উচিত, তবে যেকোনো বিস্তারবাদী সরকারের জাপান বিরোধিতা করে। প্রসঙ্গত এর আগে ডোকলাম নিয়ে ভারত ও চীনের মধ্যে যে স্নায়ুচাপ শুরু হয়েছিল সেখানেও ভারতের পাশে দাঁড়িয়েছিল টোকিও।

Leave a Comment