সমাজের কারাগারে

রাতের টানাপোড়ন নিশ্চল

সকালেও অবগত করে তার স্থিরতা।

ঘুমহীন রাত দীর্ঘতর হয়

রাত কাটে স্লিপিং পিলের অপেক্ষায়।

টানাপোড়ন এই পঙ্কিল সমাজের

যেখানে ভালোবাসা খ্যাতি চায়,

ভালবাসার নামে বিক্রি হয়

ধর্ষণের অনুমতি পত্র।

হায়রে সামাজিকতা,

হায়রে সামাজিকতার বাহক

কার পায়ে বিকিয়েছ বিবেক?

কোন বন্ধকে বাঁধা পড়েছে শুদ্ধতা ও শান্তি?

সামাজিকতার নামে টুঁটি চেপে ধরো,

নির্দ্বিধায় খুন করো অসংখ্য হৃদয়।

যেখানে শান্তি ছিল, ছিল ভালোবাসা

তোমাদের দানে আজ তা রক্তময়।

এই তোমাদের শ্রেষ্ঠ উপহার?

নির্দ্বিধার জাহির করো

নিজের ব্যাক্তিত্ব ও ক্ষমতা।

কিন্তু কতদিন?

জানাই তোমারে ধন্যবাদ

বিদ্রোহের বীজ বপনের

এ তোমাদের অজ্ঞাত প্রয়াস।।

Leave a Comment