টেলিভিশন পর্দার জনপ্রিয় চরিত্র ‘নয়ন’ কে তো কম-বেশি সকলেই আমরা চিনি। নিজগুণে স্বল্প দিনেই টেলি জগতে বেশ ভালোই জায়গা করে নিয়েছে নয়ন ওরফে শ্রুতি দাস। ‘ত্রিনয়নী’ সিরিয়াল খ্যাত নয়নের অভিনয়ের দক্ষতা তো আমরা সকলেই দেখেছি। বর্তমানে যদিও মেগা সিরিয়ালটি শেষ হয়েছে কিন্তু নয়ন চরিত্র টি দর্শকের কাছে আজও খুব কাছের হয়েই আছে। ছোট পর্দা ছাড়াও শ্রুতি সোসাল মিডিয়া তে বরাবরই খুবই এক্টিভ। সোসাল মিডিয়া, স্টেজ শো তে শ্রুতির নাচ-গানের প্রতিভাও দর্শকের মন কেড়েছে বারবার।
সম্প্রতি শ্রুতির কনে সাজে ছবি ঘিরে বেশ জল্পনার সৃষ্টি হয়েছে। ছবি গুলি তার ফেসবুক প্রোফাইল থেকেই সকলে দেখতে পায়। শ্রুতির পরনে কনের শাড়ি, এক মাথা লাল সিঁদূর, কপালে চন্দন, হাতে পান পাতা- সব মিলিয়ে যেন বিয়ের পিঁড়িতে বসা নতুন কনে। এটা তো সত্যি কনের সাজেই দেখা যায় তাকে, তবে একটি ফটোশুটের জন্য। তবে জল্পনা আরও ঘোলা হয় তার ফেসবুক রিলেশনশিপ স্ট্যাটাস কে ঘিরে। সম্প্রতি শোনা যায় ‘ত্রিনয়নী’ সিসিয়ালের ডিরেক্টর স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছে শ্রুতি। রিলেশনশিপে ‘ইন আ রিলেশনশিপ’ লেখা তা আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে। তবে সত্যি বিয়েটা তো খবরের পাতায় উঠে আসবেই। কিন্তু ফটোশুটেও শ্রুতিকে বধূবেশে দেখতে খুবই চমকপ্রদ লাগছে। ফ্যানেদের ও খুবই পছন্দ হয়েছে নয়নের এই নতুন লুক।