করোনা কি বায়ুবাহিত? ফের বিতর্ক বিজ্ঞানীমহলে

করোনা ভাইরাস এর গতি-প্রকৃতি নিয়ে প্রত্যেকবারই প্রশ্ন চিহ্ন উঠে এসেছে। বারবার দাবি করা হয়েছে করোনা ভাইরাস একটি নতুন ভাইরাস এবং এর সমগ্র গতিপ্রকৃতি বুঝতে এখনো অনেকটা সময় লাগবে। কিন্তু বিশ্বের অন্যান্য অতিমারি গুলোর মতই করোনা ও নিজের বিস্তৃতি যথেষ্ট ব্যাপকভাবেই লাভ করছে। বিশ্বে এখনো পর্যন্ত করোনা আক্রান্ত করেছে এক কোটিরও বেশি মানুষকে, এবং মৃত্যু হয়েছে ৫ লক্ষেরও বেশি মানুষের। এমত অবস্থায় আবার একদল বৈজ্ঞানিক দাবি করলেন যে করোনাভাইরাস বায়ুবাহিত, তাদের মতে হাঁচি বা কাশির সাথে উৎপন্ন হওয়া ছোট ক্ষুদ্র কণা কিংবা ড্রপলেট এর মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে এই ভয়ানক রোগ। এবং তারা বিশ্বস্বাস্থ্য সংস্থা কে এ বিষয়ে অতিরিক্ত নজরদারির জন্য বলেছেন, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু) কে নিজেদের নির্দেশিকাও পরিবর্তন করতে বলা হয়েছে।

বৈজ্ঞানিকদের মতে হাঁচি বা কাশির সাথে তৈরি হওয়া ড্রপলেট এর মাধ্যমে করোনা অতি দ্রুত অন্যান্য মানুষের শরীরে আক্রমণ করতে পারে। মানুষ যদি মুখ না ঢেকে হাঁচি বা কাশি দেয় তাহলে সেখানে তৈরি হয় প্রচুর পরিমাণে ড্রপলেট যেটি তীব্রগতিতে বায়ুর মধ্যে নিক্ষিপ্ত হয় এবং অধিকাংশ সময় বায়ুতেই ভেসে অন্য মানুষের শ্বাস প্রশ্বাস নেওয়ার মাধ্যমে তাকে সংক্রমণ করতে পারে। এবং সেই জন্যই ওই বিজ্ঞানীরা দাবি করেন যে w.h.o. যেন নিজেদের নির্দেশিকা পরিবর্তন করে। এই নিয়ে তারা w.h.o. কে একটি খোলা চিঠি পাঠিয়েছেন। ২৩৯ জন বিজ্ঞানীর ওই গবেষণাপত্রটির পরবর্তী সপ্তাহে প্রকাশ করা হবে। সম্প্রতি নিউইয়র্ক টাইমস এই গবেষকদের বক্তব্য প্রকাশ করে এবং যেটি আবার করোনা বায়ুবাহিত কিনা সেই বিতর্ক উস্কে দিল।

তবে w.h.o. এখনি ওই গবেষক দলটি সমস্ত দাবি মানতে রাজি নন। w.h.o. এর পক্ষে বেন্ডেটটা আলেগ্রাঞ্জি বলেন “গত কয়েক মাস ধরেই আমরা বলে যাচ্ছি যে আমরা মানছি যে করোনার বায়ুবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তথ্য-প্রমাণের যথেষ্ট অভাব প্রত্যক্ষ করা গেছে, তাই সুনিশ্চিত করে কোন কিছু বলা সম্ভব নয়”।

Leave a Comment