ইসলামিক রেভল্যুশনারি গার্ড ঘিরেই জট চাবাহারে

চাবাহার বন্দর এবং তৎসংলগ্ন রেল প্রকল্প নিয়ে বেশ কিছু ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। চাবাহার বন্দরের উন্নয়ন প্রকল্পে কাজ করছিল ভারত। এবং কথা হয়েছিল চাবাহার থেকে জাবেদিন পর্যন্ত রেলপ্রকল্পে ভারত আর্থিক বিনিয়োগ ও সাহায্য করবে। ইরান এই রেল প্রকল্পের বরাত দিয়েছিল ইসলামিক রেভল্যুশনারি গার্ড সংস্থার একটি অংশ খাতাম আল আনবিয়াকে। কিন্তু এই সংস্থাটি আমেরিকার নিষেধাজ্ঞার আওতায় আসায় গত বছর ডিসেম্বরে সংস্থাটিকে সরানোর জন্য অনুরোধ করেছিল নিউ দিল্লি। কিন্তু কূটনৈতিক সূত্রের খবর অনুযায়ী নিউ দিল্লির কথায় কর্ণপাত করেনি ইরান এবং এই কারনেই ভারত রেল প্রকল্পে এখনো অর্থ বিনিয়োগ করতে পারছে না।

ইরান সম্পর্কে আমেরিকার নিষেধাজ্ঞা থাকলেও অনেক কাঠ-খড় পুড়িয়ে চাবাহার বন্দর এর প্রকল্পটিকে ধরে রাখতে সমর্থ হয়েছিল সাউথ ব্লক, কিন্তু এক্ষেত্রে আমেরিকার একটি বিশেষ শর্ত ছিল যে ভারত ইরানের সামরিক সংস্থাগুলির সাথে সরাসরি কাজ করতে পারবে না। এক্ষেত্রে ইসলামিক রেভল্যুশনারি গার্ড রেল প্রকল্পটির সাথে যুক্ত হওয়ার কারণে ভারত বর্তমানে বিনিয়োগ থেকে সরে এসেছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড সংস্থাটি আমেরিকার সেকেন্ডারি সানক্শন এর আওতায় রয়েছে, অর্থাৎ যেকোনো তৃতীয়পক্ষ এই সংস্থাটির সাথে যুক্ত হলে আমেরিকা তৎক্ষণাৎ সেই তৃতীয় পক্ষকেও সানক্শনের আওতায় আনতে পারে। ভারত-আমেরিকার সম্পর্কে এই মুহূর্তে কোন চাপানউতোর চাইছে না দু’দেশই।

ভারতের পক্ষ থেকে গত বছর রাষ্ট্রায়ত্ত সংস্থা ইরকন এই প্রকল্পটির সমীক্ষা করে। কিন্তু ইসলামিক রেভল্যুশনারি গার্ড সম্পর্কে জানতে পেরে সাউথ ব্লক আর কোনো ঝুঁকি নিতে চায়নি। ইরানকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা তাদের বরাতে কোন পরিবর্তন আনে নি, বরং নিজের এই প্রকল্পটিতে টাকা ঢেলে কাজ শুরু করেছে।

Leave a Comment