অসুস্থ ইরফান খান, ভর্তি হাসপাতালে

ফের অসুস্থ ইরফান খান, ভর্তি আছেন মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে। মুম্বাইয়ের বেশ কিছু স্থানীয় সংবাদ মাধ্যমের থেকে পাওয়া খবর অনুযায়ী তিনি আইসিইউ তে ভর্তি আছেন, সঙ্গে আছেন তাঁর স্ত্রী সুতপা শিকদার এবং দুই ছেলে।

মাত্র চারদিন আগেই মারা গেছেন তাঁর মা এবং মনে করা হচ্ছে অসুস্থতার কারণেই মায়ের শেষকৃত্যে সামিল থাকতে পারেননি তিনি। ব্রেন টিউমার নিয়ে ইতিমধ্যেই লড়াই করছিলেন তিনি, সুস্থ হয়ে ছবিও করেছিলেন “আংরেজি মিডিয়াম “, তবে তাঁর আবার অসুস্থ হওয়ায় চিন্তিত বলিউড।

Leave a Comment