করোনার থেকে বেশি মানুষের মৃত্যু হতে পারে অনাহারে

করোনার থেকে বাঁচতে গেলে লকডাউন একমাত্র উপায়, কিন্তু লকডাউন অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে দিচ্ছে ভারতকে, তাই দেশে আর্থিক সচ্ছলতা আনতে লকডাউনের বিপরীতেই হাঁটার পরামর্শ দিলেন ইনফোসিস কর্তা এন আর নারায়ণ মূর্তি। তাঁর মতে লকডাউন না উঠলে দেশে করোনার চেয়ে বেশি মানুষ না খেতে পেয়ে মারা যাবে।

বুধবার শিল্পপতিদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সে উনি জানান অন্তত আগামী এক থেকে দেড় বছর করোনার সাথে ভারতবর্ষকে সমান্তরাল জীবন কাটাতে হবে। তিনি আরো জানান ” ভারতে কোভিড -১৯ টেস্টের সংখ্যা অনেক কম, টেস্টের সংখ্যা বাড়ানো উচিৎ, তবে সারা বিশ্বে এর প্রতিষেধকের কাজ চলছে, আমাদের মেনে নিতে হবে করোনা আমাদের স্বাভাবিক জীবনের অঙ্গ “।

দীর্ঘকাল লকডাউন চালালে দেশে দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দিতে পারে বলে তিনি জানান, তিনি বলেন ” এমন একটা সময় আসতে পারে যখন করোনার মৃত্যুর সংখ্যাকে ছাপিয়ে যাবে অনাহারে মৃত্যুর সংখ্যা “। একিসঙ্গে তিনি বিভিন্ন ব্যাবসায়ীদের আওহ্বান জানান করোনা মোকাবিলায় কোনো অভিনব পন্থা উদ্ভাবনের জন্য।

তিনি ভারতের প্রধানমন্ত্রী তথা রাজ্যের মন্ত্রীদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন মতাদর্শ ভুলে এই সময় এক হয়ে কাজ করাটা দেশের কাছে গুরুত্বপূর্ণ। শ্রমিক ও মজুর শ্রেণীর কাছে খাদ্যসুরক্ষা এবং আর্থিক সাহায্য প্রদানের জন্য প্রশাসক মহলকে তিনি বাহবা দেন এবং ক্ষুদ্র শিল্প ও স্টার্টআপ গুলোর ক্ষেত্রে আরো বেশি আর্থিক প্যাকেজ দেওয়া উচিৎ বলে নিজের মত প্রকাশ করেন নারায়ণ মূর্তি।

Leave a Comment